Subhashree Ganguly: ছেলে আর মেয়ের মধ্যে বিস্তর ফারাক, ইউভান-ইয়ালিনীর স্বভাব কেমন? শুভশ্রীই যা দেখালেন...

Subhashree Ganguly Post: মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন তিনি। যতই নায়িকা হন না কেন বাড়িতে যে দুইজন রয়েছে, তাঁদের খেয়াল না রাখলেই নয়। একজন একটু বড়, অন্যজন একেবারেই ছোট।

Subhashree Ganguly Post: মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন তিনি। যতই নায়িকা হন না কেন বাড়িতে যে দুইজন রয়েছে, তাঁদের খেয়াল না রাখলেই নয়। একজন একটু বড়, অন্যজন একেবারেই ছোট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly post

Subhashree as Mom: দুই সন্তানকে নিয়ে কী বলছেন শুভশ্রী?

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, একের পর এক হিট কাজের জন্য বেশ নজরে রয়েছেন। বাবলি হিট হওয়ার পর থেকে বর্তমানে তিনি অনেকগুলি ছবিতে একসঙ্গে কাজ করছেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সন্তান, অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে কাজ করছেন গৃহপ্রবেশ ছবিতে।

Advertisment

একদিকে যেমন একের পর এক ছবি করে চলেছেন, তেমনই তাঁকে দেখা যাচ্ছে মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন তিনি। যতই নায়িকা হন না কেন বাড়িতে যে দুইজন রয়েছে, তাঁদের খেয়াল না রাখলেই নয়। একজন একটু বড়, অন্যজন একেবারেই ছোট। ইয়ালিনী এখন সদ্য হাঁটতে এবং কিছু কিছু কথা বলতে শিখেছে। তাঁর নানা ভিডিও অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে শেয়ার করে থাকেন।

আর এবার তিনি নিজের পোস্টের মাধ্যমেই জানিয়ে দিলেন যে তাঁর দুই সন্তান আসলে কেমন? দুই পুঁচকেকে নিয়ে জীবন যে একদম পাল্টে গিয়েছে সেকথা শুভশ্রী জানিয়েছেন প্রকাশ্যে। আগে তো ছেলে একা ছিল, এখন তাঁর সঙ্গে জুড়েছে মেয়েও। অভিনেত্রী তাঁর দুই সন্তানের মধ্যে পার্থক্য নির্দেশ করলেন শুভ। অভিনেত্রী সমাজ মাধ্যমে শেয়ার করলেন একটি পোস্ট।

যেখানে তাঁকে দেখা গেল, তাঁর দুই সন্তানের স্বভাব প্রসঙ্গে জানাতে। দুটি ডাইনোসরের ছবি দিয়ে তিনি বোঝালেন, তাঁর বড় ছেলেটি এক্কেবারে শান্ত আর ছোট্টটি কি দুষ্টু। একটি ডাইনোসর, সে বেজায় শান্ত এবং ভীষণ মিষ্টি। তাঁকে দেখা গেল সে নির্বিকারে চেয়ে আছে। তাঁর তুলনা বড় সন্তানের সঙ্গে, আর শুভশ্রীর বড় সন্তান ইউভান। আর ছোট্টটি, সে একদম রেগে মেগে চেয়ে আছে, পারলে এই কামড়ে দেয়। সুতরাং ইয়ালিনী যে দুষ্টু-মিষ্টি সেকথাই যে তিনি বুঝিয়েছেন একথাও পরিষ্কার।

Advertisment

উল্লেখ্য, কিছুদিন আগেই শুভশ্রী ছেলের জন্মদিন উপলক্ষে মেয়েকে সকলের সামনে এনেছিলেন। সেদিন সকলে একটাই কথা বলেছিলেন যে সত্যিই ইউভানের মতোই মেয়েকে দেখতে। সামনেই একবছর পূর্ণ হবে মেয়ের। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল জিতের ছেলের জন্মদিনে।

 

 

Yuvaan Subhashree Ganguly tollywood news tollywood Tollywood Actress