/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Snapinsta.app_344763116_606565297850940_5137869972904212657_n_1024.jpg)
শুভশ্রী গাঙ্গুলি
অন্ধ হয়ে গিয়েছেন শুভশ্রী? ভুলভাল দেখছেন? ভুল জায়গায় পাড়ি দিচ্ছেন তিনি? নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে এ কেমন বার্তা দিলেন রাজ ঘরণী?
তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায় রোজই ভক্তদের জন্য নানা আপডেট দিতে থাকেন। আবার, তাঁদের ছেলে ইউভানও সকলের চোখের মণি। পুঁচকে ছেলেকে নিয়ে যখনই ছবি আপলোড করেন শুভ, তখনই যেন সকলে আদরে ভরিয়ে দেন। তবে, আজ নিজের ইনস্টাগ্রামে এমন এক কথা বলেছেন তিনি, যাতে বেশ চিন্তায় অনুরাগীরা।
নিজের কোনও ভিডিও আপলোড না করলেও ব্যাখ্যা দিলেন অন্যভাবেই। চোখে দেখছেন না শুভ? ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখলেন এটাই আমি! উফ...কী রয়েছে সেই ভিডিওতে? একজন ব্যাক্তি হাপাচ্ছেন এবং চোখে চশমা থাকা সত্বেও দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় গিয়েছেন যেখানে একটি লাশ রাখা রয়েছে। ভিডিওটির দৃশ্যধারণ এমনই, যে চোখে ঠিকঠাক দেখছেন না সেই ব্যক্তি। তাই ফিনিশিং লাইন হিসেবে এমন জায়গায় গিয়ে পড়েছেন যেখানে প্রবেশ নিষেধ। ভিডিওটির ক্যাপশনে এমনই লেখা, যখন কারওর নতুন চশমার দরকার পরে। সেই প্রসঙ্গেই শুভশ্রী লিখেছেন এটা আমি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/image-1.png)
তাঁর অর্থ কি সত্যিই চোখে সমস্যা হচ্ছে শুভশ্রীর? নাকি অন্য কিছু বোঝাতে চেয়েছেন তিনি? একেই সামনে এখন অনেক ছবির কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করছেন তিনি। এছাড়াও রোজই প্রায় ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে থাকছেন বিচারক হিসেবে। এই সময় শরীর খারাপ হলে হয়?