/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/shubhashree.jpg)
শুভশ্রী গাঙ্গুলি
আর কিছু দিনের অপেক্ষা। তাঁর আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর নতুন উদ্যমে কাজ। তিনি অভিনেত্রী, কাজ ফেলে রাখলে চলবে না। তাই তো, অন্তঃসত্বা অবস্থায় টুক করেই নিজের কাজ করে ফেললেন।
কিছুদিন আগেই সাধ খেয়েছিলেন। পরনে সাদা রঙের জামদানি, আভিজাত্যে তাঁকে লাগছিলও বেশ। কিন্তু, এসবের মাঝে কাজের কিন্তু হেরফের হচ্ছে না তাঁর। অনুষ্ঠানে যাচ্ছেন। টলিপাড়ার আমন্ত্রণে সাড়া দিচ্ছেন। নিজেকে যতটা ফিট রাখা যায় ততটাই রাখছেন তিনি। এমনকি, ইউভানের জন্মের আগে যতটা না নিজেকে কাজের মধ্যে রেখেছিলেন, এবার কোনও বাঁধা আটকা কোনও ভাব নেই।
তাই তো, অভিনেত্রী দ্বিতীয় সন্তান আসার আগেই ছোট্ট করে শুটিং করে ফেললেন। এমনকি সেই শুট থেকে একটি ছোট্ট ক্লিপ শেয়ার করে তিনি বলেন... হঠাৎ করেই শুট, সন্তান আসার আগে। শুট চলাকালীন সবথেকে বেশি দরকার পড়ে যেত সেটা, হল সাজগোজ। সেটা করতেই ব্যস্ত অভিনেত্রী। পরনে কমলা রঙের পোশাক, ঠিক যেন গ্লোয়িং মামা।
উল্লেখ্য, অভিনেত্রীর এই সাজ কিন্তু একেবারেই পছন্দ হয়নি অনেকের। বিশেষ করে অন্তঃসত্বা অবস্থায় তাঁর এই পোশাক দেখে বেশিরভাগ বললেন, মুড়ির ড্রাম। আবার কেউ বললেন..মেকাপ করে মুখটা নষ্ট করেছ। আবার কারওর কথায়, অভিনেত্রী সমস্ত কিছু উল্টে পাল্টে নতুন করে ভেঙে গড়ে দিচ্ছেন।
প্রসঙ্গত, দ্বিতীয় সন্তান আসার খবর দেওয়ার পরপর নিজেকে অনেক ছবি থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। পিছিয়ে এসেছিলেন এবছরের বাংলা ছবির ব্লকবাস্টার দশম অবতার থেকে। কানাঘুষো খবর, তিনি নাকি মেঘ পিয়ন থেকেও সরে গিয়েছেন। যদিও, নিজ দায়িত্বে শেষ করেছেন রিয়ালিটি শো। এখন নতুন সদস্যের আসার অপেক্ষায়।