Advertisment
Presenting Partner
Desktop GIF

Subhahsree-Yuvaan: এটুকু বয়সেই সংসারের এত দায়িত্ব? ইউভানের শনিবারের শিডিউল দেখালেন মা শুভশ্রী

shubhahsree Yuvaan: এটুকু বয়সেই সে এত ব্যাস্ত, শুভশ্রী দেখালেন আসল সত্যি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shubhahsree ganguly, yuvaan chakraborty, shubhahsree yuvaan, shubhahsree ganguly tollywood, shubhahsree ganguly news, shubhahsree ganguly son, shubhahsree ganguly films

yuvaan chakraborty - ইউভানের এত কাজ?

রাজ-শুভশ্রীর ছেলে এত দায়িত্ববান? বাড়িতে বোনের খেয়াল রাখার পাশাপাশি সে এত কাজ করে? নিজে চোখে না দেখলে যেন বিশ্বাস-ই হবে না। খুদে ইউভান আর কী কী করে বাড়িতে?

Advertisment

মা-বাবা যখন ব্যাস্ত, তখন ইউভান বাড়িতে অনেক দায়িত্বে থাকে। এমনকি যখন রাজ-শুভশ্রী বাবলির শুটিং উপলক্ষে বাইরে ছিলেন, ইউভান ইয়ালিনিকে দেখেও রেখেছিলেন। আর আজ, শনিবার সকালে উঠেই এক্রত্তিকে কাজ করতে দেখা গেল।

ছেলেকে বেশ কর্মঠ করে তুলছেন শুভ। ট্ক্ঙ কী কী শেখাচ্ছেন তিনি? একেই তো খেলাধুলা এবং বাবার সঙ্গে পরিচালনার দিকে বিরাট ঝোঁক তাঁর। আর আজ, ঘরের কাজে মন দিয়েছে সে। নিজের জিনিসপত্রের পাশাপাশি বাড়ির জিনিস পরিস্কার করতে দেখা গেল তাঁকে।

হাতের নাগাল পাচ্ছে না সে, কিন্তু কাজ কড়া বন্ধ করলে চলবে না। রাজ-পুত্র ডাস্টিং করতে ব্যাস্ত। তাঁকে দেখা গেল ঝাড়ু-পোছা করতে। এটুকু বয়সেই সংসারে এত দায়িত্ব তাঁর। টিভি মুছতে ব্যাস্ত ইউভান।

publive-image

উল্লেখ্য, বড় দাদা হয়ে দিব্য খুশি সে। আর তাঁর এই টিভি-মোছার ভিডিও নিজেই শেয়ার করেছেন শুভশ্রী। তিনি লিখছেন, শনিবারের কাজকর্ম। প্রসঙ্গে, বেশ অনেকবছর পর শুভ এসভিএফের সঙ্গে ছবি সাইন করেছেন। সদ্য শেষ করেছেন রাজের বাবলির শুটিং।

tollywood Yuvaan Subhasree Ganguly Entertainment News
Advertisment