বিয়ের আগে শেষ ছবি করেছিলেন হানিমুন। তারপর ইন্ডাস্ট্রি থেকে যেন উধাও হয়ে গিয়েছেন তিনি। প্রশ্ন করলেই বলে থাকেন, বিয়ের পরের জীবনটা উপভোগ করছেন তিনি। তবে এরই ফাঁকে রসগোল্লা ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। মালকান জানের ভূমিকায় এই ছবিতে দেখা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাভেলের পরিচালনায় রসগোল্লা ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে তাকে।
আগ্রার এক বাঈজি মালকানজান। নবীনচন্দ্র দাশকে অনেক সাহায্য করেছিলেন তিনি। নবীনচন্দ্রকে দোকান তৈরির টাকাও দিয়েছিলেন মানকানজান। শান্তিনিকেতনে দুদিনে শুটিং হয়েছে শুভশ্রীর চরিত্রের। এই প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করলেন শুভশ্রী। ২০১৯ এ আবার বড়পর্দায় ফিরতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আগ্রার এক বাঈজি মালকানজান
রসগোল্লা ছবির গল্প দানা বাঁধে নবীনচন্দ্র দাশ ও তার পত্নী ক্ষীরোদমনিকে নিয়ে। ক্ষীরোদমনি ভোলা ময়রার নাতনি। বাংলায় রসগোল্লা আবিষ্কারকের কাহিনিই এই ছবির প্লট। দুই প্রধান চরিত্রেই রয়েছেন উজান ও অবন্তিকা। কিশোর নবীন চন্দ্র দাস মিষ্টি বানায়, কিন্তু সবটা গুলিয়ে যায় চোখের সামনে ক্ষীরোদমণিকে দেখলে। অবন্তিকা ও উজানের প্রথম ছবি এটি। প্রসঙ্গত, ১৫০ বছর পূর্ণ করেছে বাঙালির রসগোল্লা।
আরও পড়ুন, ওয়ার্ক আউটে ব্যস্ত শুভশ্রী, সামনে কি কোন ছবি রয়েছে?
তবে শুভশ্রীর রসগোল্লার দিনই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর অ্যাডভেঞ্চারস অফ জোজো। একদিনে নিজে অভিনয় করেছেন অন্যদিকে রাজের ছবি। কিন্তু দোটানা যে থাকবে না সেটা আর শুভশ্রীকে বলে দিতে হবেনা। তার সোশাল মিডিয়া অ্যাকাউন্টই বলে দিচ্ছে রাজের দিকেই ঝুঁকে তিনি। সেটা স্বাভাবিকও।