Advertisment
Presenting Partner
Desktop GIF

Shubhasree Ganguly-Yaalini: একবছর হওয়ার আগেই এত প্রতিভা? ইয়ালিনিকে নিয়ে গর্বের শেষ নেই শুভশ্রীর

Shubhasree Ganguly daughter yaalini: ধীরে ধীরে বড় হচ্ছে সে। এখন মা বাবার সঙ্গে এদিক ওদিক উপস্থিতি বেড়েছে ইয়ালীনির। এই, তো সেদিন জিতের ছেলের জন্মদিনে দেখা গিয়েছিল গোলাপী রঙের পোশাকে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
yaalini shubha

Yaalini : একরত্তি ইয়ালিনির ভিডিও পোস্ট মায়ের...

শুভশ্রী কন্যাকে নিয়ে টানে ভক্তদের আহ্লাদের শেষ নেই। আর হবে নাই বা কেন? যেমন মিষ্টি তাঁর দেখতে, তাঁর থেকেও   সুন্দর তাঁর কান্ডকীর্তি। বেশ অনেকদিন পরেই মেয়েকে সকলের সামনে এনেছেন শুভ। আর আজ তো...

Advertisment

ধীরে ধীরে বড় হচ্ছে সে। এখন মা বাবার সঙ্গে এদিক ওদিক উপস্থিতি বেড়েছে ইয়ালীনির। এই, তো সেদিন জিতের ছেলের জন্মদিনে দেখা গিয়েছিল গোলাপী রঙের পোশাকে। আর এই পুতুলটিকে সঙ্গে নিয়ে, শুভশ্রীর সকাল যে এত সুন্দর হয়, সেটা অভিনেত্রী না দেখালে বোঝাই যেত না।

ক্যামেরার সামনে চুপ থাকা একরত্তিটি বাড়িতে সকাল থেকে কত কথাই না বলে। বরং, তার এই বয়সেই একটা সুপ্ত প্রতিভার কথা জানালেন মা শুভশ্রী। পরনে স্ট্রবেরি পোশাক, ছোট্ট ছোট্ট পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে তাঁর আনন্দ দেখলে মন ভাল হয়ে যায়। সবে সবে সে জিনিসপত্র হাতের মুঠোয় ধরতে শিখেছে।

ইয়ালিনিকে দেখা গেল গান ছাড়াই নাচতে। তাঁর নাচ দেখে মা শুভশ্রী অবাক। গান ছাড়া তাঁর নাচ দেখলে অবাক হতে হয় সত্যিই। মা জানেন তাঁর সকালের শুরু কীভাবে হয়। তাই তো, তিনি ইয়ালিনিকে বললেন, "নাচো তো, তোমার মিউজিক লাগে না?" সেই ভিডিও অভিনেত্রী শেয়ার করেছেন সমাজ মাধ্যমে, যাতে লিখেছেন, আমার সকালের শুরু।

Advertisment

উল্লেখ্য, মেয়ে হওয়ার পর নিজেকে সিনেমার পর্দা থেকে বেশিদিন দূরে রাখেননি তিনি। বরং, বাবলি হয়ে পর্দায় ফিরেছেন। এখন ছবির সঙ্গে সঙ্গে তাঁকে সন্তানদের সমানভাবে সময় দিতে দেখা যায়। এমনকি, পুজোতেও তাদের নিয়েও সময় কাটিয়েছেন।

 

Tollywood Actress Subhashree Ganguly tollywood Raj Chakrabarty
Advertisment