Shubhashree Ganguly: জিৎ তাঁকে রানী করে রাখেন, অঙ্কুশ তাঁর বন্ধু, তবে শুভশ্রীর পছন্দের তালিকা থেকে বাদ গেলেন কে?

Shubhasree Ganguly: লেডি সুপারস্টার জীবনের ৪টে বছর নষ্ট করেছেন। তাঁর জীবনের ওপর দিয়ে যা গিয়েছে, সেকথা ভোলেন নি তিনি। শুধু তাই নয়, জীবনের সেই মুহূর্তকে আজ চেরিশ করেন তিনি। একটা সময় তিনি কাজ থেকে দূরে ছিলেন।

Shubhasree Ganguly: লেডি সুপারস্টার জীবনের ৪টে বছর নষ্ট করেছেন। তাঁর জীবনের ওপর দিয়ে যা গিয়েছে, সেকথা ভোলেন নি তিনি। শুধু তাই নয়, জীবনের সেই মুহূর্তকে আজ চেরিশ করেন তিনি। একটা সময় তিনি কাজ থেকে দূরে ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly-bollywood

subhashree ganguly-bollywood : সত্যিই কি শুভশ্রী বাদ দিলেন দেবকে? Photograph: (Instagram)

Subhashree Ganguly Entertainment News: সদ্যই তাঁকে টলিপাড়ার লেডি সুপারস্টার তকমা দেওয়া হয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নানাসময় প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রী সবসময় নানা তারকার প্রশংসা করেন। এবারও করলেন, কিন্তু বাদ গেল একটা নাম। যেই নাম নিয়ে শুভশ্রী সবসময় ইতস্তত বোধ করেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলের নামে কিছু না কিছু বললেন, কিন্তু বাদ গেলেন দেব...

Advertisment

লেডি সুপারস্টার জীবনের ৪টে বছর নষ্ট করেছেন। তাঁর জীবনের ওপর দিয়ে যা গিয়েছে, সেকথা ভোলেন নি তিনি। শুধু তাই নয়, জীবনের সেই মুহূর্তকে আজ চেরিশ করেন তিনি। একটা সময় তিনি কাজ থেকে দূরে ছিলেন। যার পেছনে তিনি দায়ী করেছিলেন ব্যক্তিগত সম্পর্ককেই। মানসিক অবসাদ থেকে শুরু করে, নানা কিছুর সম্মুখীন হয়েছেন তিনি। তবে, যেখানে সবাই তাঁর বন্ধু সেখানে দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কিছুই জানালেন না? এমনকি নামটাও এড়িয়ে গেলেন?

আরও পড়ুন  -  Sharmila Tagore: মারণরোগ ধরেছিল শর্মিলাকে, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী নিয়েছিলেন কঠিন সিদ্ধান্ত

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর অল টাইম পছন্দের মানুষ জিৎ, তাঁকে নিয়ে নানা কথা বলতে শোনা যায়। এবারও তাই হল। জিৎ তাঁকে রানীর মত ট্রিট করেন, বারবার সেকথা নাকি জিতের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছেন তিনি। শুধু জিৎ নয়, বরং দেখা গেল, জিৎ এর দলবলের প্রশংসায় পঞ্চমুখ তিনি। অভিনেত্রীর কথায়, "জিৎ দা, শুধু আমায় একা নয়, বরং সকলকেই এগুলো করেন। সমস্ত নায়িকাদের উনি ট্রিট করেন রানীর মত।" যদিও সেই কথপোকথনের একদম শুরুর দিকেই তিনি এই কথাও বলেন, "যে দেব-অঙ্কুশ, সোহম আমি সকলে এক সময়ে ইন্ডাস্ট্রিতে এসেছি, আর আমার সঙ্গে এদের বন্ধুত্ব দারুণ ছিল।"

Advertisment

কিন্তু, সকলের কাজ নিয়ে তিনি দারুণ দারুন কিছু কথা বললেও, দেব বাদ গেলেন সেই তালিকা থেকে। অঙ্কুশকে নিয়ে বললেন, ওর মতো বন্ধু হয় না। আমার খুব কাছের ও। দুজনেই আমরা বর্ধমানের মানুষ। ও আমার বাডি। অন্যদিকে, যীশু দা আছেন, তাঁকে নিয়েও তুলনা হয় না। কিন্তু... আর কে বাকি আছে? সকলের সঙ্গেই তিনি কাজ করে আনন্দ পেয়েছেন। কিন্তু জীবনের এতগুলো হিট যেই মানুষটির সঙ্গে দিলেন, তাঁর সঙ্গে কাজের কোনো অভিজ্ঞতা জানালেন না। কিন্তু, তাঁর সঙ্গে এও জানালেন যে জীবনে তাঁর সঙ্গে যা ঘটেছে সেটা ভালোর জন্যই হয়েছে। এটা না হলে তিনি নিজেকে চিনতে পারতেন না। আজকের দিনে দাঁড়িয়ে তিনি সেকারণেই নিজেকে ধন্য বলে মনে করেন।

Entertainment News Today Entertainment News entertainment Subhashree Ganguly Tollywood Actress tollywood news