Subhashree Ganguly: পুরনো তিক্ততাই কারণ? শাস্ত্রী-বহুরূপী প্রাধান্য পেলেও দেবের টেক্কাকে পাত্তাও দিলেন না শুভশ্রী?

Shubhashree Ganguly news: পুজোর আগেই তিনি নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন করে তুলেছেন। কিন্তু, তাঁর থেকেও বড় কথা দুটি বাংলা ছবিকে শুভেচ্ছা জানালেও, টেক্কা বাদ পড়েছে সেই তালিকায়।

Shubhashree Ganguly news: পুজোর আগেই তিনি নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন করে তুলেছেন। কিন্তু, তাঁর থেকেও বড় কথা দুটি বাংলা ছবিকে শুভেচ্ছা জানালেও, টেক্কা বাদ পড়েছে সেই তালিকায়।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shubhashree dev

Subhashree Ganguly-Tekka: শুভশ্রীর পোস্ট ঘিরে উঠছে প্রশ্ন...

তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাকে দিয়ে সবই সম্ভব। একদিকে যেমন দুটো বাচ্চাকে ম্যানেজ করছেন তেমন নিজে ক্যারিয়ারটাকেও সাজিয়ে গুছিয়ে বড় করে তুলছেন। আর পূজোর আগেই তিনি বাজিমাত করে ফেলেছেন।

Advertisment

কেন? প্রথম সন্তান যখন হবে, তাঁর ওজন ছিল সাংঘাতিক। অনেক কষ্টে, নিজের ওজন কমিয়ে আবার পুরনো শুভশ্রীতে ফিরেছিলেন তিনি। এদিক দিয়ে দেখতে গেলে দ্বিতীয় সন্তান হওয়ার পর, তাঁর চেহারায় খুব একটা বদল আসে নি। আর এবার পুজোর আগেই নিজের ওজন ঝরিয়ে একদম সিল্ম ফিগারে ফিরেছেন শুভশ্রী।

একথা অনেকেরই অজানা নয় যে ইয়ালিনী হওয়ার পরেই শুভশ্রী বাবলি হিসেবে বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে যে ছবি হয় তাতে অভিনয় করেন। সবাই এ কথাই বলেছিলেন যে রাজ চক্রবর্তী শুভশ্রীকে এত সুন্দর ভাবে এই ছবিতে ফুটিয়ে তুলেছেন, আলাদা করে অভিনেত্রীকে আর কোন খাটনি খাটতে হয়নি। তখন সবে সবে মেয়ে হয়েছে। ওজন আগেই গেইন করেছিলেন তিনি।

তবে এবার সেই সমস্ত অতিরিক্ত মেয়ের ঝরিয়ে ফেলে একদম ফিট ইউভান এবং ইয়ালিনীর মা। সোমবার জিম থেকেই শুভশ্রী একটা ছবি শেয়ার করেছিলেন। সেখানে তাকে দেখে বেশ খুশি হয়েছেন ভক্তরা। অন্যদিকে, দুদিন আগে শুভশ্রী দেখা গিয়েছিল, সুইমিং পুলের ধারে সুইম স্যুট পরে। ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Advertisment

সমাজ মাধ্যমে সক্রিয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নিজের নানান পোস্টের পাশাপাশি আরজিকর নিয়েও প্রচুর মন্তব্য করেছিলেন। রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল তাকে। অভিনেত্রী পূজা সংক্রান্ত নানা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে একটু খেয়াল করলে দেখা যাবে...

তিনটি বিগ বাজেট ছবি রিলিজ করছে আজ। একদিকে রয়েছে দেবের টেক্কা, অন্যদিকে রয়েছে, বহুরূপী এবং শাস্ত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বহুরূপী সেজে রাজ শুভশ্রীর বাড়িতে গিয়েছিলেন। সেই দিকে খেয়াল করলে দেখা যাবে, সমাজ মাধ্যমে শাস্ত্রী এবং বহুরূপীকে শুভেচ্ছা জানালেও টেক্কা নিয়ে কোনও পোস্ট করেননি তিনি। ফলে অনেক ভক্তই তার কাছে  উত্তর চেয়েছেন...

কেউ বললেন আজ কিন্তু টেক্কাও রিলিজ করছে। আবার কারোর কথা তার মানে আপনি টেক্কা নিয়ে কিছু বলবেন না তাইতো? দেবের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কারণেই কি এমন অবস্থা? উঠেছে অনেক প্রশ্ন।

 

tollywood Dev Subhashree Ganguly Tollywood Actress