Advertisment
Presenting Partner
Desktop GIF

'এজন্যই আমরা প্রেগন্যান্ট…', বেডরুমে অন্তঃসত্বা শুভশ্রীর 'ফাইফরমাশ' খাটছেন রাজ!

ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতেই গণ্ডগোল!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shubhahsree ganguly, shubhashree ganguly news, raj chakraborty, raj shubhashree, shubhahsree ganguly entertainment news, shubhahsree ganguly life, shubhahsree ganguly pregnancy, shubhahsree ganguly updates, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

শুভশ্রী - রাজ

শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তঃসত্বা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সদ্যজাতদের গুঞ্জন। গৌরব রিধীমার পর, গতকাল জিৎ। ছেলের বাবা হয়েছেন তিনি। এবার, সামনেই রাজ শুভশ্রীর পালা।

Advertisment

সময় আর কিছুদিনের। শুভশ্রী যেমন নিয়েজকে ব্রেক দিয়েছেন তেমনই নতুন করে ফের দায়িত্ব শুরু করার আগেই কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। আর তাঁকে প্রতি মুহূর্তে সঙ্গ দিয়ে চলেছেন রাজ চক্রবর্তী। স্বামী হিসেবে কর্তব্য পালন করছেন তিনি। কিন্তু শুভশ্রী সেই ভিডিও পোস্ট করতেই গন্ডগোল। কী এমন করেছে রাজ?

অন্তঃসত্বা শুভশ্রী। সেকারণেই নিজে অনেক কাজ করতে পারছেন না। সাহায্য করছেন রাজ। শুভশ্রীর পায়ে নেলপালিশ পড়িয়ে দিচ্ছেন তিনি। আর সেই ভিডিও ফ্রেমবন্দি করেছেন শুভশ্রী। লিখলেন...

"আমি আমার অন্দরে বাচ্চাটার খেয়াল রাখি। আর ও, আমার খেয়াল রাখে। সেই কারণেই আমরা বলি, আমি না, আমরা প্রেগনেন্ট।" কিন্তু শুভশ্রী নাকি শো অফ করছেন! অভিনেত্রীর ব্যাক্তিগত মুহূর্তের এভাবে শেয়ার করার বিষয়টি মোটেই অনেকের ভাল লাগেনি। কেউ বললেন, অত্যধিক ন্যাকামো আবার কেউ বলছেন...স্বামী যেমন পায়ে হাত দিচ্ছেন, তেমনই আপনিও রাজের পা টিপে দিয়ে দেখান।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন তিনি। একাধিক ছবিকে না বলেছেন শরীরের খাতিরে। সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতারের মত ছবিকেও বিদায় জানিয়েছিলেন সন্তানের জন্য। এখন শুধুই নতুন সদস্য আসার অপেক্ষা করছেন তিনি।

tollywood Raj Chakraborty Subhasree Ganguly Entertainment News
Advertisment