/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/shubha.jpg)
শুভোর পুজো
পুজো শুরু, বাঙালি জোরকদমে আনন্দ করতে ব্যস্ত। মা দুগ্গা বছর পরে এসেছেন। তাই উৎসবের আমেজে ভাসছেন সকলে। তারকাদের অনেকেই সামিল হয়েছেন। তবে, শুভশ্রীর জন্য এবারের পুজো একটু অন্যরকম।
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। নতুন সদস্য আসতে আর বেশি দেরি নেই। তার মাঝেই মা দুগ্গা এসেছেন। এবার কি তবে বাড়িতেই থাকবেন পুরো পুজোটা? শুভশ্রীর পুজো প্ল্যান তিনি জানিয়ে দিলেন গতকালই। একেই ইউভান এর দুষ্টুমি, তাঁর সঙ্গে ফের যেন একবার বাচ্চা হয়ে গিয়েছেন শুভ। চারিদিকে যখন সেজে উঠেছে শহর থেকে মফস্বল এমনকি গ্রাম, তখন শুভশ্রী পুজোর আনন্দে মাতোয়ারা।
নিজের বাড়িতে বসেই পুজোর আমেজ উপভোগ করছেন তিনি। আর সঙ্গী ইউভানের খেলনা। ঠিক যেন বাচ্চা হয়ে গেলেন শুভশ্রী। ছেলের খেলনা ক্যাপ বন্দুক ফাটাচ্ছেন তিনি। পুজোর আমেজে নিজেকে মিলিয়ে দিলেন তিনি। শুভশ্রী ক্যাপ বন্দুক ফাটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, আমার এবারের পুজো এমনই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/s1.jpg)
পুজোর সময় নিজে দায়িত্বে সবকিছু সামলান তিনি। অষ্টমীর অঞ্জলী থেকে ঠাকুর বরণ সবটাই করেন। তাঁর সঙ্গে নাচ গান তো রয়েছেই। তবে, এবার একটু সাবধানতা, একটু অন্যরকম পুজো। তিনি নিজের মতো করেই উমা বন্দনায় রত। পরিবারের সঙ্গেই পুজোয় সময় কাটে তাঁর। কখনও নিজের বাপের বাড়িতেও সিঁদুর খেলতে যান তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছিলেন তাঁর সাধ খাওয়ার ছবি। একদম অল্প পারিবারিক আয়োজনে এবার তিনি সাধ খেয়েছেন। রিয়ালিটি শোয়ের মঞ্চে যাতায়াত থাকলেও সিনেমা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। সবটাই আসন্ন অতিথির কথা মাথায় রেখে।