ইউভানের কাছে শুভশ্রীই মা দুগ্গা, প্রথম মহিষাসুরমর্দিনী শুনে কেমন লাগল রাজ-পূত্রর?

বছর তিনের ইউভান, যেন প্রথমবারের মত মহিষাসুরমর্দিনী উপভোগ করল।

বছর তিনের ইউভান, যেন প্রথমবারের মত মহিষাসুরমর্দিনী উপভোগ করল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shubhasree Ganguly shared how yuvaan fascinated by her , ইউভানের কাছে শুভশ্রীই মা দুগ্গা, প্রথম মহিষাসুরমর্দিনী শুনে কেমন লাগল রাজ-পূত্রর?

মা শুভ্শ্রীর সঙ্গে ছোট্ট ইউভান।

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। মা দুর্গা আসছেন। পুজো কড়া নাড়ছে দরজায়। মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী। ভোর চারটায় বাঙালি জাগতে পারে - একমাত্র এইদিনই যেন জানা যায়। আকাশে বাতাসে এদিন আলাদাই শোভা। তারকাদের মধ্যেও পুজোর এক অদ্ভুত বিষয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়েও বেশ উৎফুল্ল।

Advertisment

বছর তিনের ইউভান, যেন প্রথমবারের মত মহিষাসুরমর্দিনী উপভোগ করল। সকাল হতেই রেডিওতে ভদ্রবাবুর সেই দরাজ গলায় চণ্ডীপাঠ, মায়ের আগমন বার্তায় উৎসব মুখর পরিবেশ চারিদিকে। আর ইউভানের আনন্দ দেখে শুভশ্রী যেন নিজেও বেশ খুশি। ছেলের এহেন উন্মাদনা দেখে শুভশ্রীর উৎফুল্লতা ধরছে না।

askshubhashree সেগমেন্টে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেখানেই একজন অনুরাগী জানতে চান ইউভান কী বলল প্রভাতী অনুষ্ঠান শুনে? অভিনেত্রী বললেন… ও মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শুনে খুব ফ্যাসিনেটেড! আমার মহালয়া অনুষ্ঠানে অভিনয় করা কয়েকটা ক্লিপিং দেখেছে। ও ভাবছে আমিই মা দুগ্গা। ছেলের নতুন অনুভূতিতে আপ্লুত মা শুভশ্রী।

এবার, তাঁকে নিয়ে প্যান্ডেল হপিং করবেন কিনা সেকথা বলা সম্ভব না। কারণ, তিনি নিজে এখন অন্তঃসত্বা। দ্বিতীয় সন্তান আসার সময় হয়ে এল যে। তবে, পুজো উপভোগ করবেন পরিবারের সঙ্গে একথা বলা যায়। গতবছর পর্যন্ত শুভশ্রী, মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁকে লাগছিলও বেশ। তবে, ট্রোল পর্যন্ত হয়েছিলেন নানা কারণে।

Advertisment

এবার, তিনি নিজের দুনিয়াতেই মত্ত। সাধ খেয়েছেন। রাজ ঘরণির এবার অভিষেক হয়েছে প্রযোজক হিসেবে। সেদিকেও তিনি কাজ শুরু করেছেন। যদিও, বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন।

Subhasree Ganguly Raj Chakraborty Durga Puja Raj-Subhashree Yuvaan