Advertisment

Subhashree Ganguly-Yuvaan: মায়ের প্রতিটা প্রশ্নের সঠিক জবাব, শুভশ্রী পুত্র ইউভানের মেধা দেখলে চমকে যেতে হয়

Shubhashree Ganguly son Yuvaan: মায়ের একেকটা প্রশ্নের, সঠিক জবাব দিয়েই ইউভান সকলের মন কেড়ে নিয়েছেন। তার পাশাপাশি অভিনেত্রী নিজেও মা হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
subh1

Shubhasree Ganguly son yuvaan- ফটাফট জবাবে শুভশ্রী যা বললেন...

 
 মা হিসেবে শুভশ্রী গাঙ্গুলীর প্রশংসা যতই করা হয় ততই কম। অভিনেত্রী একদিকে যেমন ক্যারিয়ার সামলাচ্ছেন, তেমন অন্যদিকে দুই সন্তানকে নিজের মতো করে বড় করে তুলছেন। এমনকি, ছেলের পড়াশোনার দায়িত্বও নিজে হাতে তুলে নিয়েছেন। 

Advertisment

 তেমনই এক ঝলক দেখালেন গতকাল। ছেলেকে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী। তাঁর জ্ঞান বাড়ানোর পাশাপাশি পরখ করে নিচ্ছেন ছেলের কতটা শেখার ক্ষমতা হয়েছে। আর সেই ক্ষুদে একরত্তি মায়ের এক একটি প্রশ্নের জবাব দিয়ে চলেছে। শুভশ্রী এবং তার ছেলের, সেই ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল। শুধু তাই নয় অভিনেত্রীকে প্রশংসা করেছেন অনেকেই। 

কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

ছেলের নানা কান্ড কীর্তি তিনি মাঝে মধ্যে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট ইউভানের লালন কীর্তি দেখতে বেশ ভালোইবাসেন নেটপাড়ার দর্শকরা। জন্ম থেকে ইউভানকে তাঁরা দেখেছেন। সে যেন সকলের চোখের সামনেই বড় হল। আর এখন তাকে এত পারদর্শিতার সঙ্গে মায়ের প্রশ্নের জবাব দিতে দেখে, বেশিরভাগই আপ্লুত। 

শুভশ্রী ছেলেকে গৃহপালিত পশু এবং বন্যপ্রাণীর মধ্যে তফাৎ নিয়েই প্রশ্ন করেন। আর ইউভান, খেলার ছলেই মায়ের প্রশ্নের জবাব দিচ্ছে। সে তখন নিজেকে গরিলা ভাবতে ব্যস্ত। শুভশ্রী জিজ্ঞাসা করে, তুমি যখন একজন গরিলা তার মানে তুমি কী? গৃহপালিত পশু না বন্য পশু? তারপরই সোফার উপর লাফাতে লাফাতে  ইউভান বলে, গরিলা বন্যপশু। 

আর শুভশ্রী ও ছাড়ার পাত্রী নয়। খেলার ছলেই ছেলের, মগজাস্ত্র পরীক্ষা করে নিচ্ছেন। সঙ্গে ইউভানের আনন্দও দেখার মতোই। তাঁর উচ্ছ্বাস আর উন্মাদনার শেষ নেই। কিন্তু, একটা সময় পর মায়ের সঙ্গে সঙ্গে খেলতে খেলতে সে উল্টেই শুয়ে পড়ল। ছেলে এবং মায়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অনেকে সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীকে। 

উল্লেখ্য কিছুদিন আগেই, ছেলে ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালীনির সঙ্গে পরিচয় করিয়েছিলেন শুভশ্রী। ইয়ালিনীর মিষ্টতা মন কেড়ে নেয় সকলের। মিলে যায়, শুভশ্রীর কথাটি। তিনি যে বলেছিলেন, "আমার মেয়েকে আমার ছেলের মতই দেখতে। তাই লোকে ভাববেন যে আমি আমার ছেলের ছবি দিয়েছি।"

tollywood Subhashree Ganguly tollywood news Tollywood Actress Raj-Subhashree Yuvaan
Advertisment