পরিবারের সকলেই অভিনেতা বা অভিনেত্রী, বাদ ছিলেন শুধুমাত্র জ্যেষ্ঠ কন্যা শ্বেতা বচ্চন। নানা প্রোগ্রামের ছবিতে পরিবারের সঙ্গে দেখা গেলেও কোনদিনই তাঁকে পর্দায় দেখা যায় নি। এবার বাবার হাত ধরেই রুপোলি পর্দায় হাতেখড়ি হল মেয়ের। সম্প্রতি একটি বিজ্ঞাপনের ছবিতে কাজ করছেন অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা।
https://platform.twitter.com/widgets.js
কল্যান জুয়েলার্সের কার্যনির্বাহী অধিকর্তা রমেশ কল্যানরমন জানান, জি ডি বিজয়ের পরিচালনায় এই বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন ও শ্বেতা বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন, এবং তা নিঃসন্দেহে দর্শকদের মন কাড়বে।
https://platform.twitter.com/widgets.js
এছাড়াও কল্যানরমন জানান যে কল্যান জুয়েলার্স সবসময়ই পরিবারের প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। আর সেই ভাবনাই থাকে তাদের বিজ্ঞাপনে, এবারও ব্যতিক্রম হবে না। পাশাপাশি শ্বেতার দেওয়া ডিজাইনে তৈরি হবে কল্যানের ট্রেন্ডি সিগনেচার কালেকশন।
২০১২ সালে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন বিগ-বি। তারপরে একটি বিজ্ঞাপনে জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাঁকে।