Shweta Bhattacharya: রাস্তায় পড়ে পায়ে স্টোনচিপ ফুটে কেলেঙ্কারি, ব্যথা সত্ত্বেও মাকে নিয়ে কেন তড়িঘড়ি ক্লিনিকে শ্বেতা?

Shweta Bhattacharya Injury: ফুল বিক্রেতার থেকে পালাতে গিয়ে পায়ে চোট শ্বেতার! ব্যথা সামলে মাকে নিয়ে ক্লিনিকে গেলেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন টেলি অভিনেত্রী?

Shweta Bhattacharya Injury: ফুল বিক্রেতার থেকে পালাতে গিয়ে পায়ে চোট শ্বেতার! ব্যথা সামলে মাকে নিয়ে ক্লিনিকে গেলেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন টেলি অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
cats

কী হয়েছে শ্বেতার? কেমন আছেন অভিনেত্রীর মা?

Shweta Bhattacharya Mother Health: বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাঁকে শেষ দেখা গিয়েছে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। এখন আপাতত ছুটির মুডেই রয়েছেন শ্বেতা। তবে ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা মেলে তাঁর। তবে এই মুহূর্তে বেশ চাপেই রয়েছেন অভিনেত্রী। একদিকে নিজের পায়ে চোট তো অন্যদিকে মায়ের অসুস্থতা। একা হাতে সবটাই সামলাচ্ছেন শ্বেতা। ব্যথা উপেক্ষা করেই মাকে নিয়ে ক্লিনিকে ছুটলেন অভিনেত্রী। রিল টু রিয়েল, দশভূজার ভূমিকায় বঙ্গকন্যা শ্বেতা ভট্টাতার্য। কী ভাবে চোট পেয়েছেন অভিনেত্রী? কেমন আছেন শ্বেতার মা?

Advertisment

আরও পড়ুন শ্বেতার দু'হাত ধরে কপাল স্পর্শ রুবেলের, ভাত কাপড়ের অনুষ্ঠানে নবদম্পতির মিষ্টি মুহূর্ত

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে শ্বেতা বলেন, 'প্রতি মঙ্গলবার পুজোর জন্য নির্দিষ্ট এক ফুল বিক্রেতার কাছ থেকেই ফুল নিই। সেদিন পাশের দোকান থেকে নিয়েছি। কারণ দামটা একটু কম ছিল। কিন্তু, উনি যদি দেখেন তাহলেই তো চেপে ধরবেন। কেন ওঁর থেকে না নিয়ে অন্য দোকান থেকে নিলাম? এটা ভেবেই আমি তাড়াতাড়ি রাস্তা পাড় হতে গিয়েছিলাম। তখনই হোঁচট খেয়ে পড়ে যাই। হাঁটুতে লেগেছে। স্টোনচিপ ঢুকে গিয়েছে। ব্যথা একটু আছে তবে ঠিক হয়ে যাবে।'

আরও পড়ুন রুবেলের সারপ্রাইজ-শ্বশুরবাড়ির আদর, বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটাচ্ছেন শ্বেতা?

আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই রাস্তায় পড়ে গিয়েছেন। সেটা নিয়ে অনেকেই তিলকে তাল বানানোয় বিরক্ত শ্বেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মায়ের অসুস্থতা। শ্বেতা জানান, তাঁর মা খুবই অসুস্থ। গতকাল রাত থেকেই খুব মাথা-ঘাড়ে যন্ত্রণা, বমি বমি ভাব। চিকিৎসক পরামর্শে ব্রেন সিটি স্ক্যান হবে শ্বেতার মায়ের। পায়ে ব্যথা সত্ত্বেও মাকে নিয়ে ক্লিনিকে গিয়েছেন শ্বেতা। অভিনেত্রীর সংযোজন, 'এখন মাকে নিয়ে যাচ্ছি। চিকিৎসক বলছেন, অনেকসময় স্ট্রোকের কারণেও হতে পারে। যেটা হয়ত বাহ্যিকভাবে বোঝা যায় না। তাই স্ক্যান করিয়ে যেতে বলেছে।'

আরও পড়ুন 'কম্প্রোমাইজ না করেও সফল হওয়া যায়', স্লিভলেস ব্লাউজ পরার প্রস্তাবে কী করেছিলেন শ্বেতা?

shweta bhattacharya