'যুগ যুগ জিও', সিড-কিয়ারার বিবাহ অভিযানে আবেগপ্রবণ 'প্রাক্তন' আলিয়া থেকে 'বন্ধু' বরুণ | Indian Express Bangla

‘যুগ যুগ জিও’, সিড-কিয়ারার বিবাহ অভিযানে আবেগপ্রবণ ‘প্রাক্তন’ আলিয়া থেকে ‘বন্ধু’ বরুণ

অবশেষে করণের তিন স্টুডেন্টের হিল্লে, আপ্লুত পরিচালক

Suryagarh hotel in the presence of family and friends such as Shahid Kapoor and wife Mira, Karan Johar, Jihi Chawla and Manish Malhotra, Kiara, Sid, Kiara sid, Kiara Advani, Sidharth Malhotra, Kiara sid wedding, Kiara sid wedding details, Sidharth Malhotra wedding, Sidharth Malhotra family, kiara family, Sidharth Malhotra kiara latest news, সিদ্ধারথ-কিয়ারা, siddharth kiara wedding photoes, siddharth kiara viral wedding photos,
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে কী বলছেন তাঁর সহকর্মীরা?

ঠিক যেন রূপকথার দেশ, চারিপাশ সোনালী আলোয় সাজানো, বিয়ের মণ্ডপে সাদা গোলাপী আভা, ঠিক তাঁর মাঝখানে বসে রয়েছেন দুই কাছের মানুষ। বিবাহ অভিযান সফল সিদ্ধার্থ ও কিয়ারার। সারাজীবনের মত একই বন্ধনে বেঁধে ফেলেছেন নিজেদের।

করণের স্টুডেন্ট ব্যাচের সকলে তাঁদের জীবন সাথী পেয়ে গিয়েছেন। এখন অনেকটাই দায়িত্বমুক্ত পরিচালক। দাঁড়িয়ে থেকে সকলের বিয়ে দিয়েছেন। গতকাল সিড কিয়ারার বিয়েতেও নিজের আবেগ ধরে রাখতে পারলেন না করণ নজর। তবে, এবার বন্ধু বরুণ এবং আলিয়ার তরফেও শুভেচ্ছা এল সিড কিয়ারার কাছে। বলিউডের অন্দরে কান পাতলেই আলিয়া এবং সিদ্ধার্থের পুরনো প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তিনজনেই প্রথম ছবিতে একসঙ্গে কাজ করেছেন। করণের স্টুডেন্ট হিসেবেও পরিচিত তাঁরা। বিয়ে হতেই নিজের সোশ্যাল মিডিয়ায় আলিয়া শুভেচ্ছা জানিয়ে লিখলেন…

তোমাদের দুজনকে বিয়ের অনেক শুভেচ্ছা। ভাল থাক একসঙ্গে। এদিকে, বরুণ সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনের সঙ্গেই দারুণ দোস্তি তাঁর। বললেন, সারাজীবন ভালবাসায় বেঁধে থাকো। তোমাদের জীবন সুন্দর হোক! শুধু বরুণ আলিয়া নয়, বরং শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভিকি কৌশল থেকে প্রিয়াঙ্কা চোপড়া, নব দম্পতিকে ভালবাসা জানালেন অনেকেই।

উল্লেখ্য, চুপিচুপি প্রেম করলেও কাউকে জানতে দেন নি নিজেদের সম্পর্কের বিষয়ে। এদিক ওদিক ছুটি কাটিয়েছেন কিন্তু, কখনোই নিজেমুখে শেয়ার করেন নি সেই সম্পর্কের কথা। গতকাল জয়সালমেরে কাছের মানুষ এবং বন্ধুদের সাক্ষী রেখেই বিয়ে সারলেন তাঁরা। বলিপাড়ায় এবার পরবর্তী সানাই কাদের বাজে সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sid kiara marriage celebs wishes them

Next Story
করণ জোহর-ই ‘ঘটক’, ভিক্যাট-রালিয়ার পর সিড-কিয়ারার বিয়ে দিলেন পরিচালক