Siddharth-Aditi Wedding: রটে গেল খবর, হয়ে গেল চর্চা, অবশেষে তারা জানালেন বিয়ে নয়, একসঙ্গে থাকার কেবল শপথ নিয়েছেন তারা। প্রসঙ্গে অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ সূর্য নারায়ণ।
Advertisment
দুজনের জীবনেই এটা দ্বিতীয় সম্পর্ক। অদিতি এর আগে একবার বিয়ে করেছিলেন। আর সিদ্ধার্থ নিজেও ২০০৭ সালে প্রথম স্ত্রী মেঘনার কাছ থেকে ডিভোর্স নেন। অনেক বছর পর, এবার আবার সম্পর্কে জড়ানোর পালা। দুদিন ধরেই খবর ছিল, দক্ষিণের একটি মন্দিরে নাকি লুকিয়ে বিয়ে করেছেন তারা।
কিন্তু, দুই অভিনেতাই জানালেন যে, না! বিয়ে হয় নি। আংটি বদল হয়েছে কেবল। দীর্ঘদিন ধরে দুজনে প্রেমের সম্পর্কে রয়েছেন। অবশেষে, সম্পর্কের স্বীকারোক্তি দিলেন তারা। দুজনের হাতের আঙ্গুলেই বহুমূল্য আংটি। দুই তারকাই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লিখলেন - ও হ্যাঁ বলল তাই। তাঁর সঙ্গে গোটা অক্ষরে এও লিখলেন - engaged.
প্রসঙ্গত, অদিতি রাজপরিবারের সন্তান। প্রাক্তন স্বামী সত্যদিপ মিশ্রর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয় ২০১৩ সালে। তারপর থেকেই সিদ্ধার্থের সঙ্গে মধুর সম্পর্কের শুরু। এখন, সামাজিক বিয়ে কবে করেন, সেটাই দেখার।