অশালীন টুইট বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন দক্ষিণী সুপারস্টার সিদ্ধার্থ। তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালকে অশালীন টুইট করার অভিযোগ ওঠে সিদ্ধার্থের বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বুধবার নিজের কৃতকর্মের সাইনার কাছে ক্ষমা চেয়েছেন সিদ্ধার্থ। একটি খোলা চিঠিতে তিনি সাইনাকে চ্যাম্পিয়ন বলেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি কাণ্ডে সাইনার টুইট নিয়ে মজা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে।
সিদ্ধার্থের ক্ষমা স্বীকারও করেছেন সাইনা। তবে তিনি পাল্টা জানিয়েছেন, মহিলাদের অসম্মান করা হয়েছিল অভিনেতার টুইটে। কেন নিজের বয়ান থেকে সরে এলে সিদ্ধার্থ তা নিয়ে অবাকও হয়েছেন সাইনা। সাইনা এদিন বলেছেন, তিনি শুধুমাত্র ক্ষমা চেয়েছেন। আমি বেশ অবাক হয়েছি, সেদিন নিজেকে টুইটারে ট্রেন্ডিং দেখে। আমি তাঁর সঙ্গে কোনও কথাও বলিনি। তবে আমি খুশি যে তিনি ক্ষমা চেয়েছেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, সাইনা বলেছেন, দেখুন ব্যাপারটা মহিলাদের সম্মান নিয়ে। কোনও মহিলাকে তিনি এইভাবে নিশানা করতে পারেন না। তবে ঠিক আছে। আমি তাতে বিচলিত নই। আমি আমার জায়গায় বেশ আছি, ভগবান তাঁর মঙ্গল করুন।
এদিন খোলা চিঠিতে সিদ্ধার্থ নিজেকে নারীবাদীদের সঙ্গী হিসাবে দাবি করে বলেছেন, প্রিয় সাইনা, আমি আমার খারাপ মজার জন্য ক্ষমা চাইছি। কয়েকদিন আগে আমি আপনার টুইটের প্রতিক্রিয়ায় সেই মজা করেছিলাম। আপনার বিভিন্ন মত নিয়ে সম্মত নাও হতে পারি। এমনকী হতাশা বা রাগেও যা বলেছি, আপনার টুইট দেখার পর মনে হয়েছে আমার কথা বোঝাতে পারিনি। আমি জানি আমার মধ্যে এর থেকেও অনেক ভাল কিছু আছে। আর মজার কথাই বলছি, ঠাট্টার জন্যও যদি ব্যাখ্যা দিতে হয়, তাহলে বলতে হবে এটা ভাল শুরু নয়। দুঃখিত, আমার অকৃতকার্য ঠাট্টার জন্য।
উল্লেখ্য, সোমবার সাইনা নেহওয়াল লিখেছিলেন, “যে দেশে প্রধানমন্ত্রীর-ই নিরাপত্তা নেই, সেই দেশের নাগরিকরাও সুরক্ষিত নন। মোদীর ওপর বিক্ষোভকারীদের এমন অনভিপ্রেত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি। ভারত মোদীর পাশেই রয়েছে।” সেই টুইট চোখে পড়ার পরই তেড়ে ওঠেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। বলেন, “বিশ্বের শাটল-কক চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার জন্য এখনও মানুষ রয়েছেন। রিহানা তোমার লজ্জা হওয়া উচিত।”
আরও পড়ুন পাঞ্জাবে মোদীর নিরাপত্তায় খামতি: তদন্ত কমিটির নেতৃত্বে কে? নাম জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, কৃষক আন্দোলন চলার সময়ে কৃষকদের হয়ে প্রতিবাদ করেছিলেন মার্কিনী পপস্টার রিহানাও। সেই প্রেক্ষিতেই বিদেশী গায়িকার প্রসঙ্গ টেনে এনে সাইনাকে টুইটে খোঁচা দেন সিদ্ধার্থ। মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের প্রতি এমন কটু শব্দপ্রয়োগ নজর এড়ায়নি জাতীয় মহিলা কমিশনের। তার পর দুদিন বিতর্কের ঝড় বয়ে যাওয়ার পর অবশেষে এদিন ক্ষমা চাইলেন সিদ্ধার্থ।