Advertisment
Presenting Partner
Desktop GIF

'আজ আমাকেও তবে...', 'গোলাপি' কিয়ারাকে দেখতেই রাত-বিরেতে দুষ্টু আবদার সিদ্ধার্থর

বিয়ের পর আলাদাই রোমান্স... সিদ্ধার্থের আবদার দেখে মশকরা নেটিজেনদের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
siddharth malhotra, kiara advani, sid kiara

হঠাৎ কী আবদার করে বসলেন সিড?

সদ্য বিয়ে হয়েছে বলে কথা, এখন রোম্যান্স থাকবে না তো কী? বিয়ের পর পরই নিজেদের কাজে ছুটেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুজনের মাখো মাখো প্রেম দেখে নজর লাগাচ্ছেন অনুরাগীরা!

Advertisment

বিয়ের পরপর ছবি দিলেও দুজনে দুজনের ছবিতে খুব একটা ভালবাসা জ্ঞাপন করতেন না। কিন্তু যখন কিয়ারা নিজেই গোলাপী পরী সেজে ঘুরছেন তখন সিদ্ধার্থ প্রশংসা না করে পারেন? তাই তো, লাফ দিয়ে বউয়ের কমেন্ট বক্সে ঢুকে পড়লেন তিনি। Wpl এর উদ্বোধনী অনুষ্ঠানে নেচে তাক লাগিয়েছেন তিনি। লোকজন প্রশংসায় ভরিয়েছেন তাঁকে। পরনে গোলাপী ঝকঝকে পোশাক, ডার্ক মেকআপ সঙ্গে ভাইব্রেন্ট লুক - সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছেন কিয়ারা। আর সিদ্ধার্থ?

নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখলেন, আজকে রাত আমি শুধু গোলাপী অনুভব করব। আর ওমনি দুষ্টু বুদ্ধি খেলে গেল সিদ্ধার্থের মাথায়। তাঁর বউয়ের কথা শুনেই বলে বসলেন, তাহলে আমাকেও তোমার গোলাপী আভায় রাঙিয়ে দাও। এই মন্তব্য চোখে পড়তেই দুই তারকার অনুরাগীরা বলেছেন, এত প্রেম? উফ! আবার কেউ বলছেন, দুজনের এই ভালবাসা যেন কোনোদিন না কমে। আবার কারওর কথায়, নজর যেন না লাগে।

Advertisment

এদিকে, কিয়ারা নিজেও কম যান না। সিদ্ধার্থকে উত্তর দিলেন ভালবাসার সুরেই। বিয়ে হয়েছে মাত্র কিছুদিন হল। তারপর থেকেই ব্যস্ততা তুঙ্গে। হানিমুনে যাওয়ার সুযোগও হয়নি তাঁদের। কিন্তু তাঁদের বিয়ে নিয়ে উত্তেজিত ছিলেন ভক্তরাও। আপাতত সুখের সংসারে দিব্য ভাল আছেন দুজনে।

bollywood Siddharth Malhotra Kiara Advani Entertainment News
Advertisment