শেরশাহ ছবির পর থেকেই দুজনের মধ্যে প্রেম, তবে নিজেদের সম্পর্ক কোনোদিনই কারওর সামনে প্রকাশ্যে আনেননি তাঁরা। আবার এড়িয়েও যান নি। শনিবার থেকেই জয়সালমেরে হাজির হয়েছিলেন দুই তারকার বাড়ির লোকেরা। একের পর এক মেহেন্দি, সঙ্গীত, নিয়ম মেনে সবই হয়েছে। আজ সকালেও গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে সম্পূর্ন অন্য ধাঁচে সেজে উঠেছিল প্রাসাদের অন্দরমহল।
তারকাদের অনেকেই হাজির ছিলেন এই বিয়ে উপলক্ষে। শাহিদ-মীরা থেকে করণ জোহর আবার জুহি চাওলা, পৌঁছেছিলেন অনেকেই। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে উপলক্ষে নেচে কাঁপিয়েছেন সকলে। বরযাত্রী হিসেবে করণ জোহরের নাচ দেখে চূড়ান্ত প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শীরা অনেকেই।