scorecardresearch

বড় খবর

নিজের বিয়েতে নাচতেই হবে কিয়ারাকে! পাঞ্জাবী শ্বশুরবাড়ি থেকে ‘অদ্ভূত’ নিয়ম

রাজকীয়ভাবে বিয়ে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে…

siddharth-kiara, siddharth malhotra, kiara advani, sid kiara wedding, siddharth kiara preparations, bollywood wedding
সিড-কিয়ারার বিয়েতে দারুণ আয়োজন

রাত পেরলেই শুরু সিদ্ধার্থ কিয়ারার বিয়ের অনুষ্ঠান। বলিউডের বেশ কিছু তারকা এই বিয়েতে উপস্থিত থাকলেও গোপনীয়তা বজায় রেখেছেন তারকা যুগল। কিন্তু, ঘটনা কি আর চাপা থাকে? জয়সালমেরে সূর্যগড় প্রাসাদে বসছে বিয়ের আসর। যার প্রতিরাতের ভাড়া প্রায় এক লক্ষ টাকা!

গতকাল থেকেই সিড-কিয়ারার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। চার থেকে ছয় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই সম্পন্ন হবে বিয়ে। মেহেন্দি থেকে সঙ্গীত- রীতি মেনে সবকিছুই হবে। তবে, এক্ষেত্রেই এক বিশেষ আয়োজন রয়েছে দুই পরিবারের তরফে। নিজের বিয়েতে না নাচলে হয়? অনুষ্ঠান জমাবেন কিয়ারা খোদ। সঙ্গে পরিবারের সকলেই সামিল হবেন। দুই পরিবারের সবাই নাচে গানে অংশ নেবেন। পাঞ্জাবি পরিবারের রীতি মেনেই নববধু কিয়ারা ভাংরা নাছেন কিনা এখন সেটাই দেখার।

গাঁটছড়া বাঁধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বারির সকলেই। মেয়েকে বিরাট আদরে বড় করেছেন, এবার তাঁর অন্য ঘরে যাওয়ার পালা। জানা যাচ্ছে, দুই পরিবারের সদস্যদের মধ্যে সঙ্গীত উপলক্ষে প্রতিযোগিতাও হবে। ছেলের বউ কিয়ারাকে নিয়ে দারুণ খুশি সিদ্ধার্থের বাবা-মা। ‘শেরশাহ’ ছবিতে কাজ তারপরেই দুজনের মধ্যে প্রেম দানা বাঁধে। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁদের। সম্পর্ক কখনও নিজে মুখে স্বীকারও করেন নি, আবার এড়িয়েও যান নি।

প্রসঙ্গত, খুব কাছের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে নিয়েই চার হাত এক হতে চলেছে তাঁদের। নিমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে সূর্যগড় প্রাসাদে। যাতায়াতের জন্য রাখা হয়েছে বিলাসবহুল সব গাড়ি। করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর, ভিকি-ক্যাটরিনা, থাকতে পারেন এই বিয়েতে। তারকাদের যোধপুর বিমানবন্দর থেকে বিয়ের আসরে যাওয়ার জন্যও রয়েছে নানান ব্যাবস্থা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Siddharth kiara marriage kiara needs to be pearticipate