scorecardresearch

বিয়ে পরই ‘ঘটক’ করণকে ভুলে গেলেন সিদ্ধার্থ-কিয়ারা! তিন-তিনটে ছবির অফার নিয়ে হা-পিত্যেশ

হঠাৎ কী এমন হল কাছের মানুষদের মধ্যে?

karan johar, siddharth malhotra, kiara advani
করণকে ভুলে গেলেন সিদ্ধার্থ-কিয়ারা?

সিদ্ধার্থ কিয়ারাকে নতুন ছবির জন্য সাইন করেছেন করণ জোহর, আর তাতেই মুখ ফিরিয়েছেন তারকা দম্পতি! বিয়ে দিলেন যিনি, তাকেই এখন ভুলে গেলেন তাঁরা?

বলিউডের ঘটক অথবা ম্যাচমেকার হিসেবে করণ জোহরের নাম উঠেছে বহুবার। আলিয়া রণবীর থেকে ভিকি ক্যাটরিনা এবং সিদ্ধার্থ কিয়ারা, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন করণ। বিয়ের আগে ধর্মা প্রোডাকশনের ছবি ‘শেরশাহ’তে কাজ করেছিলেন একসঙ্গে। সেই থেকেই প্রেম এবং পরিণয়। কানাঘুষো শোনা যাচ্ছিল, বিয়ের পর নাকি আবারও করণের হাত ধরেই বড়পর্দায় ফিরছেন সিড কিয়ারা। চুক্তি পত্রে নাকি সাইনও করেছেন দুজনে। কিন্তু এই ঘটনাকেই সম্পূর্ন মিথ্যে ও গুজব বলে দাবি করেছেন করণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একেবারেই নয়। কোনওরকম সিনেমা সংক্রান্ত চুক্তি তাঁদের মধ্যে হয়নি। এখানেই শেষ নয়। তাঁর প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই করণের খুব কাছের। তাই, যেকোনও ছবিতে কাস্ট হতে গেলেও করণ কখনোই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন না। তাঁর মুখের কথাই যথেষ্ট। করণ শুধু অনুরোধ করবেন, তাতেই রাজি হয়ে যাবেন সিদ্ধার্থ এবং কিয়ারা।

আরও পড়ুন [ সোনার বাটি-চামচে মুখেভাত পরিমণীর ছেলের, বিরিয়ানি ‘দাওয়াত’ দুঃস্থ-অনাথ পথশিশুদের ]

বলিউডের ম্যাচ মেকার করণ জোহর, সিদ্ধার্থ কিয়ারার বিয়ের পরেও অনেকেই রব তুলেছিলেন এমন একজন ঘটক যদি বাস্তবে কেউ পায় তবে জীবন বর্তে যায়। দুজনের সঙ্গেই করণের বন্ধুত্ব দেখার মত। সিদ্ধার্থ এবং কিয়ারাকে নিয়ে নিজেও ভীষণ গর্বিত করণ। কথামতই, দুই তারকার বিয়েতে নেচে কাপিয়েছেন। মেহেন্দি থেকে বিয়ের অনুষ্ঠানে নিজের দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারির সাত তারিখ জয়সালমেরে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। পরে মুম্বাইতে, রিসেপশন তাদের উপলক্ষে হাজির হয়েছেন বলি তারকাদের বেশিরভাগ। করিনা কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল তাঁর মধ্যে অন্যতম।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Siddharth kiara refused to sign a three films with match maker karan johar