New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/kisa.jpg)
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে
জয়সালমেরে বিরাট আয়োজন, রাজকীয়ভাবে সেজে উঠেছে প্রাসাদ
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে
সেজে উঠেছে সূর্যগড় প্রাসাদ। সকাল হতেই গায়ে হলুদ সম্পন্ন। হলদে আভায় সেজে উঠেছিল চারিপাশ। এসে পৌঁছেছে ডিজে সেটআপ। শুধু তাই নয়, ফুল ফর্মে সকলে তৈরি। সিদ্ধার্থ কিয়ারার বিয়ে বলে কথা!
গতকাল রাত থেকেই সূর্যগড় এর অন্দরে আলাদাই উত্তেজনা। গোলাপি আলোয়, নজর কেড়েছিল গোটা প্রাসাদ। আর আজ? শোনা যাচ্ছে, বিয়ের মুহুরত দুপুর দুটো থেকে চারটের মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সাত পাক ঘুরবেন তাঁরা। বরযাত্রীও তৈরি। প্রাসাদের আশে পাশে বেশ কিছু বরাতি খতিয়ে দেখে নিচ্ছেন সবটাই। এসে পৌঁছেছেন তারকারাও।
এখন শুধুই, চার হাত এক হওয়ার অপেক্ষা। সঙ্গীত অনুষ্ঠানেও নেচে কাঁপিয়ে দিয়েছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। পরনে মণীশ মালহোত্রার সিকোয়েন্স গাউন লেহেঙ্গা কাছের মানুষদের সঙ্গে দেদার আনন্দ করেছেন কনে কিয়ারা। কথা রেখেছেন শাহিদ কাপুর এবং করণ জোহরও। ডোলা রে গানে না নাচলেও নেচেছেন, কালা চশমা গানে। কোমর দুলিয়েছেন বাড়ির সকলেও।
বিরাট মাত্রায় সিকিউরিটি। অতিথিদের জন্যও রয়েছে নানান ব্যবস্থা। তাঁদের জন্য বিশেষ মোবাইল কভারের আয়োজন করা হয়েছে। মোবাইল ব্যাবহার নিষিদ্ধ নয় তবে, বেশ কিছু প্রটোকল মেনে চলতে হবে। সেই কারণেই নানান আয়োজন। খাবারের আয়োজন শুনলেই চমকে যেতে হয়। কম করে ১০০ টি ডিশ, ৫০ টি স্টল - সব মিলিয়ে রাজকীয় বিষয়। ইটালিয়ান থেকে জাপানিজ, আফগানি খাবার সবকিছুই থাকবে। অতিথিদের আপ্যায়নেও খামতি রাখছেন না দুই তারকার পরিবার।
#SidharthMalhotra - #KiaraAdvani Wedding LIVE UPDATES | Here are some inside pictures from Suryagarh Palace decorated like a bride in Jaisalmer 😍
.
.#SidKiara | #SidKiaraKiShaadi | #SidKiaraWedding | #SidharthKiaraWedding pic.twitter.com/7vxjY6dNkN— Bollywood Buzz (@BollyTellyBuzz) February 6, 2023
ঘোড়ায় চেপে বিয়ে করতে চললেন সিদ্ধার্থ। ব্যান্ড-বাজা সব তৈরি! দিল্লি কা মুন্ডা সিদ্ধার্থ, তাই দিল্লির ব্যান্ড থাকবে না এও আবার হয় নাকি? ছেলের বউকে স্বাগত জানাতে উদগ্রীব মালহোত্রা পরিবার।