বিয়ের আয়োজন শেষ, পৌঁছে গেছেন আত্মীয়স্বজনদের অনেকে। ব্যান্ড পার্টি, গাড়ি সব তৈরি এখন শুধুই সানাই বাজার অপেক্ষা। জয়সলমের সেজে উঠেছে সিদ্ধার্থ কিয়ারার বিয়ে উপলক্ষ্যে।
তবে, শুধু আত্মীয় বন্ধুবান্ধবরা নয়। নতুন বর এবং নতুন বউও পৌঁছে গিয়েছেন বিয়ের অনুষ্ঠানে। দিল্লির বাড়ি থেকে সকাল থাকতেই রওনা দিয়েছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে কিয়ারা একদম সাদামাটা পোশাকে বেলা গড়াতেই পৌঁছলেন সূর্যগড় প্রাসাদে। সঙ্গে ছিলেন পোশাক ডিজাইনার মণীশ মালহোত্রা। বিয়ের সমস্ত পোশাক তিনি ডিজাইন করছেন এই কথা আগেই শোনা গিয়েছিল।
সেজে উঠেছে সূর্যগড় প্রাসাদের অন্দর থেকে বাহিরমহল। কিয়ারর চোখে মুখে এক প্রানবন্ত ভাব, খুশি ধরছে না আর। এয়ারপোর্টে নেমেই সকলের উদ্দেশ্যে হাত নাড়লেন হবু কনে। সৌজন্য বিনিময় করলেন। পরিবারের সকলের সঙ্গেই তাঁকে দেখা গেল। অনুরাগীরা বেজায় খুশি দুই তারকার বিয়েতে। বেশিরভাগের বক্তব্য, রূপকথা সত্যিই একদিন সম্পূর্ন হয়।
সিড কিয়ারার বিয়ে বলে কথা, বিশেষ কিছু না হলে হয়। খাবারের মেন্যু থেকে অতিথি আয়োজন, খামতি থাকছে না কিছুতেই। জঙ্গল সাফারি থেকে স্পা, সারাদিন খোলা থাকবে অতিথিদের জন্য। খাবারে থাকছে বিরাট আয়োজন। ইটালিয়ান থেকে চাইনিজ এবং আফগানি খাবার। মিষ্টিও থাকছে নজরকাড়া।