Advertisment
Presenting Partner
Desktop GIF

পোড়া কপাল! 'রাউডি' চরিত্র হাতছাড়া অক্ষয়ের, জায়গা পেলেন 'ব্রাদার' সিদ্ধার্থ?

ফের নিজের চরিত্র হাতছাড়া হল অক্ষয়ের! কার্তিকের পর সিদ্ধার্থ, কিন্তু কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
akshay kumar, siddharth malhotra

অক্ষয়ের বদলে সিড?

একের পর এক চরিত্র হাতছাড়া। নিজের করা সমস্ত চরিত্রের সিকুয়ালে ভাগ বসাচ্ছেন বর্তমান প্রজন্মের হিরোরা। প্রসঙ্গে অক্ষয় কুমার। খিলাড়ি কুমার সাধারণত নিজের গানের রিমিক্স ভার্সনেও কাউকে অভিনয় করতে দেন না, সেখানে কিনা চরিত্র। ভুল ভুলাইয়ার পর এবার রাউডি রাঠোর! এই চরিত্র বাগালেন কোন অভিনেতা?

Advertisment

ভুল ভুলাইয়া ২ ছবিতে কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, এবার রাউডি রাঠোর ছবিতে অক্ষয়ের বদলে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রাকে। শেষ কিছু ছবিতে আর্মি - পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেই কারণেই নাকি সিদ্ধার্থের কাছে এই ছবির অফার গিয়েছে। কিন্তু অক্ষয়, তিনি কেন বাদ গেলেন?

আরও পড়ুন < ‘লাল সিং চাড্ডা ফ্লপ কেন?’ আমিরকে মারাত্মক ব্যঙ্গ বুমরার! পাল্টা ব্যাটিং মিস্টার পারফেকশনিস্টের >

ডোন্ট অ্যাংরি মী.... এই সংলাপ যার তরফে সবথেকে বেশি মানায়, সেই অক্ষয় নাকি নিজেই এই চরিত্রে অভিনয় করতে চান নি। অক্ষয় এবং সোনাক্ষী জুটির এই ছবি হিট ও করেছিল দারুণভাবে। সিদ্ধার্থকে পুলিশ অফিসারের চরিত্রে মানালেও সেই মজা এবং কৌতুক না আনতে পারলে বেশ সমস্যা... এখন পরিচালক সাহেব কতটা নিজের পরীক্ষায় উত্তীর্ণ হন সেটাই দেখার।

উল্লেখ্য, বনসালির সঙ্গে গোল, মতের অমিল থাকতেই এবারের এই ছবির পরিচালনা থেকে বাদ পড়েছেন প্রভুদেবা। প্রথম ছবিটি তিনিই বানিয়েছিলেন। এবার ছবি পরিচালনা করবেন অনীশ বাজমি। কিন্তু সোনাক্ষীর বদলে কাকে দেখা যেতে চলেছে এই নিয়েও রয়েছে দোনামনা। কেউ বলছেন কিয়ারা আডবাণী আবার কেউ বলছেন, কৃতি স্যানন।

Advertisment