scorecardresearch

‘তোমার সঙ্গে আমার দেখা…’, মনের মানুষ সিদ্ধার্থের জন্মদিন, আজও আগলে রেখেছেন শেহনাজ

সিডনাজকে আজও মিস করেন অনুরগীরা, তাঁরা বলছেন…

siddharth shukla, siddharth shehnaz
আজ সিদ্ধার্থের জন্মদিন

সিদ্ধার্থের জন্মদিন বলে কথা, কাছের মানুষেরা উইশ করবেন না এও আবার হয়। ঠিক তেমনই, এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শেহনাজ গিল। তাঁর পোস্টের পর থেকেই আরও যেন বেশি করে মনে পড়ছে সিদ্ধার্থকে।

গোটা একটা বছর কেটে গেছে। যেন বিশ্বাসই হয় না যে সিদ্ধার্থ আর নেই। আচমকা হার্ট এ্যাটাক তারপরে সব শেষ। না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সিদ্ধার্থ। তবে, আজ তাঁর জন্মদিন। আবেগী পোস্টে শেহনাজ লিখলেন, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। শুধু তার হিরোর ছবিই নয় বরং শেয়ার করেছেন চকলেট কেকের ছবিও। ১২:১২ লেখা কেকও ছিল সেই তালিকায়।

সিদ্ধার্থ এর সঙ্গে সারাজীবনের জন্য জড়িয়ে রয়েছেন তিনি। হঠাৎ করেই কাছের মানুষের মৃত্যু যেন একদম মেনে নিতে পারেননি সেদিনের শেহনাজ। ভীষণ চটপটে মেয়েটাও ঠান্ডা হয়ে গিয়েছিল এক নিমেষে। দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সম্পর্কেও নাকি আবদ্ধ হয়েছিলেন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউই। বিগ বসের ঘর থেকেই পরিচয় তারপর সেই ভালবাসা এগিয়েছিল অনেক দূর।

এদিকে, শেহনাজ এই ছবি পোস্ট করতেই সিডনাজ ফ্যানদের মধ্যে এক চাপা কষ্ট। কেউ লিখলেন, আমি আজও ভাবতে পারিনা যে তুমি নেই। আবার কেউ বললেন, তোমার গোটা দুনিয়ার আজকে জন্মদিন, ভাল থাক। এখন অনেকটাই স্বাভাবিক রয়েছেন শেহনাজ। নিজের শোয়ে বিরাট জনপ্রিয়তা পেয়েছেন। আপাতত, বলিউডে পা রাখার প্ল্যানিং করছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Siddharth shukla birthday shehnaz gill shared a beautiful note