বলিউড তারকাদের বিয়ে মানেই এলাহী আয়োজন। কেউ বিদেশে উড়ে গিয়ে বিয়ে করছেন তো কেউ বা আবার দেশের মাটিতেই কোটি কোটি টাকা খরচ করে কড়া নিরাপত্তাবলয়ে সাত পাকে বাঁধা পড়ছেন। সে রণবীর-দীপিকা, বিরাট-অনুষ্কাই হোক কিংবা ভিকি-ক্যাটরিনা, নিক-প্রিয়াঙ্কা.. এযাবৎকাল তারকাদের বিয়ের হাঁড়ির খবর দেখেশুনে হা হয়েছে ‘গরীবের দেশ’! তবে কম যান না সিদ্ধার্থ-কিয়ারাও। আর পাঁচটা বলিউড জুটিকে পাল্লা দিয়ে তাঁরাও বিয়ের আয়োজনে খরচ করে ফেলেছেন কোটি কোটি টাকা।
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সিড-কিয়ারা বেছে নিয়েছেন জয়সালমীরের সূর্যগড় প্রাসাদকে। গত ৩ দিন থেকে সেখানেই চলছে বিয়ের তোড়জোড়। বিয়ের দিন চারেক আগেই সূর্যগড় প্রাসাদে পৌঁছে গেছেন হবু বর-কনে। সঙ্গে বলিউডের তারকা অতিথিরা। সোমবার বসেছিস মেহেন্দি-সঙ্গীতের আসর। আর মঙ্গলবার ৭ তারিখ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে বিয়ের ৩ দিনে যা খরচ হয়েছে, সেই টাকার অঙ্ক শুনলে হতবাক হতে বাধ্য আপনারাও!
[আরও পড়ুন: বরযাত্রী তৈরি, ঘোড়ায় চেপে কিয়ারাকে বিয়ে করতে চললেন সিদ্ধার্থ, দেখুন]
সূর্যগড় ফোর্টের একদিনের ভাড়া ২ কোটি। যেখানে প্রতি রাতে বিলাসবহুল স্যুটের ভাড়া ১ লক্ষ টাকা। আর সবথেকে কম দামি ঘরের ২০ হাজার টাকার। অতঃপর ৩ দিনের গোটা প্যালেস ভাড়ার মোট খরচ গিয়ে দাঁড়ায় আনুমানিক ৬ কোটি। এছাড়া, ডিজাইনার বিয়ের পোশাক-গয়না, অতিথিদের জন্য বিলাসবহুল আয়োজন, ১০০ পদের খানা-পিনা সবমিলিয়ে আরও ১ থেকে ২ কোটি। সবমিলিয়ে আনুমানিক খরচ ৭-৮ কোটি। তবে প্রশ্ন উঠেছে, সিড-কিয়ারার কেরিয়ারে এত ব্লকব্লাস্টার সিনেমার সংখ্যা না থাকলেও বিয়ের এই এলাহি খরচ কে বহন করলেন?
ঘনিষ্ঠ সূত্রে খবর, বর-বউ উভয় পক্ষই এই বিপুল পরিমাণ খরচ ভাগ করে নিয়েছেন। তাছাড়া, এক খ্যাতনামা ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিয়ের স্বত্ব বিক্রি করেছেন তারকাদম্পতি। সেখান থেকেই খরচের একটা মোটা অঙ্ক উঠে আসবে।