scorecardresearch

হানিমুনের বালাই নেই! সোজা ‘ঘটক’ করণের অফিসে, ‘বউ’ কিয়ারাকে বাড়ি রেখে কাজে সিদ্ধার্থ

বিয়ের ১ সপ্তাহেই সেটে ফিরলেন সিড, ভক্ত উবাচ- “যোদ্ধা ফিরেছে..”

SIDHARTH MALHOTRA, kiara advani, sidharth and kiara reception, karan johar, sid-kiara mumbai reception, sidharth and kiara malhotra reception, Vicky Kaushal Katrina Kaif, Vicky Katrina, Ranbir Kapoor Alia bhatt, Ranbir Alia, Bollywood celeb wddding, bollywood news, সিদ্ধার্থ কিয়ারা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, আলিয়া ভাট রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বলিউডের খবর
বিয়ের ১ সপ্তাহেই কাজে ফিরলেন সিদ্ধার্থ মালহোত্রা

বিয়ের পর মধুচন্দ্রিমা কোথায় যাচ্ছেন?.. তারকাদের এহেন হাঁড়ির খবরে কৌতূহল কার না থাকে? এমনকী আমজনতার কাছেও হানিমুন ডেস্টিনেশন এখন প্রোয়োরিটির তালিকায়। মলদ্বীপ না প্যারিস, ইটালি?… কৌতূহলের অন্ত নেই। বি-টাউনের তারকাদম্পতি ভিকি-ক্যাটরিনা থেকে রণবীর-আলিয়াদের ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। যদিও রালিয়া মধুচন্দ্রিমা না করে সোজা কাজে ফিরেছিলেন। এবার সেই পথই অনুসরণ করলেন সিদ্ধার্থ মালহোত্রা।

‘কমিটমেন্ট’-ই আসল! বিয়ের এক সপ্তাহ পেরতে না পেরতেই কাজে ফিরলেন সিদ্ধার্থ মালহোত্রা। ‘বৌমা’ কিয়ারা আডবানি বাড়িতে। এদিকে ‘ঘটক’ করণ জোহরের অফিসে নতুন সিনেমার আলোচনায় মশগুল সিদ্ধার্থ মালহোত্রা। সদ্য বিবাহিত অভিনেতাকে দেখতে ধর্মা প্রোডাকশনের বাইরে ভীড়..। আর মধুচন্দ্রিমা?

তার বালাই নেই। ফেব্রুয়ারির ৭ তারিখ জয়সালমীরের সূর্যগড় প্যালেসে রাজকীয় বিয়ে সেরে পরপর ২-দুটো রিসেপশনের আয়োজন করেছেন। একটা দিল্লিতে, দ্বিতীয়টা ১২ তারিখ মুম্বইয়ের সেন্ট রেগিসে। যেখানে হাজির ছিলেন বলিউডের রথী-মহারথীরা। তার ২ দিন পেরতেই ১৫ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন ‘শেরশাহ’ অভিনেতা। ধর্মা প্রোডাকশনের অফিসে দেখা গেল তাঁকে।

পরনে ডেনিম রঙের শার্ট। কালো ট্র্যাক প্যান্ট.. চোখে রোদচশমা। বিয়ের পর সিদ্ধার্থের জেল্লা আরও বেড়েছে বই কমেনি। আর সদ্যবিবাহিত নায়ককে দেখে ভক্তদের সে কী উচ্ছ্বাস! কেউ বলছেন, যোদ্ধা কাজে ফিরেছেন। তো কারও মন্তব্য, বিয়ের পর আরও হ্যান্ডসাম হয়ে গিয়েছেন। পরিচালক শশাঙ্ক খৈতানের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। যার সঙ্গে আগেও কাজ করেছেন তিনি।

[আরও পড়ুন: গাড়ির ভিতর রহস্যময় পুরুষের সঙ্গে চুম্বন-ঘনিষ্ঠতা! সিদ্ধার্থ-কিয়ারার বৌভাতে ফাঁস ভূমির ‘কীর্তি’]

উল্লেখ্য, সিদ্ধার্থ-কিয়ারা অবশ্য আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা হানিমুনে যাবেন না। কারণ পরপর এখন হাতে অনেকগুলো কাজ রয়েছে। সেকথাই রাখলেন অভিনেতা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sidharth malhotra returns to work met karan johar after marriage with kiara advani