বিগত একমাস ধরে রেশমি দেসাই ও সিদ্ধার্থ শুক্লার লড়াইয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বিগ বসের ঘরের সদস্যরা। দর্শকও প্রায় ধরেই নিয়েছিল রেশমি-সিদ্ধার্থ একসঙ্গে থাকা মানেই ঝগড়া। তবে বিগ বসের নতুন প্রোমো অন্যকথা বলছে। বিগ বসের ঘরের ভিতরে রোমান্সে মাতলেন দুজনে। যদিও পুরোটাই কোনও টাস্ক বলেই ধরে নেওয়া হচ্ছে।
তবে দিল সে দিল তক-এর জনপ্রিয় জুটিকে বিগ বসে তাদের পুরনো ছন্দে ফিরতে দেখে খুশি অন্যান্য প্রতিযোগীরা। শেহনাজ গিল তো রেকর্ডও করছে পুরো দৃশ্য। মঙ্গলবার রাত ১০.৩০ টায় দর্শক দেখতে পাবেন তাদের নয়া রসায়ন। কিন্তু তার আগে ঝলকেই বাজিমাত করলেন রেশমি-সিদ্ধার্থ। প্রোমোয় তাদের রোমান্সের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।
Dil se Dil tak, bedroom se swimming pool tak lagne wali hai @sidharth_shukla aur @TheRashamiDesai ke beech romance ki chingari! ????
Watch this tonight at 10:30 PM.Anytime on @justvoot. @Vivo_India @AmlaDaburIndia @bharatpeindia @BeingSalmanKhan #BiggBoss13 #SalmanKhan #SidRa pic.twitter.com/BiSkb2IKCG
— COLORS (@ColorsTV) November 24, 2019
আরও পড়ুন, বিজ্ঞাপনের মাশুল! জরিমানা দিতে হবে জ্যাকি শ্রফ, গোবিন্দাকে
পুরো ঘটনার সূত্রপাত বিগ বসের ঘরে থাকা টেলিভিশন সেটে যখন নির্মাতারা দিল সে দিল তক-এর রোমান্টিক সিক্যুয়েন্স চালিয়ে দেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে সহ-প্রতিযোগী শেহনাজ গিল সেটা রিক্রিয়েট করার কথা বলেন। তারপরেই প্রত্যেককে অবাক করে সেই চর্চিত মূহুর্ত তৈরি হয়।
বিগ বস ১৩ কর্তৃপক্ষ তা টুইট করতেই ক্ষণিকে ভাইরাল হয়ে যায় তাদের রসায়ন। যা পুরোটা সম্প্রচারিত হবে মঙ্গলবার রাতের বিগ বস১৩-র পর্বে।