Advertisment

Sidhu Moosewala: সিধুই ফিরলেন? ওয়াহেগুরুর কৃপায় ৫৮ বছরে মা হলেন মুসেওয়ালার মা

তাঁর পরিবারে খুশির আমেজ, যেন ফের সন্তান ফিরল মায়ের কোলে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sidhu moosewala, justice for sidhu moosewala, sidhu moosewala sibling, sidhu moosewala news, sidhu moosewala update, sidhu moosewala brother, sidhu moosewala news, sidhu moosewala shoot, sidhu moosewala attacked, sidhu moosewala death, sidhu moosewala mom blessed with boy

Sidhu moosewala sibling: ভাই হল না বোন, প্রয়াত সিধুর বাড়িতে উন্মাদনা

তাহলে কি বদলা নেওয়ার সময় হল? এবার কি ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? সিধু মুসেওালার পরিবারে ফের একবার খুশির খবর। সকলের ধারণা একটাই, এতকিছুর পর ওয়াহেগুরুর কৃপায় সিধু ফিরেছেন।

Advertisment

খবর এমনই ছিল যে সিধু মুসেওায়া লার মা অন্তসত্বা। আর, আজ সন্তানের বাবা হলেন তাঁরা। বিদেশে গিয়ে আইভিএফ এর মধ্যে দিয়েই তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। সিধুর ছোট ভাই জন্ম নিয়েছেন আজ সকালে। ফের একবার পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন তাঁরা।

সিধুর বাবা সর্দার বলকৌর সিধু নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। তিনি সদ্যজাত সন্তানকে কোলে নিয়েই লিখলেন নিজের মনের কথা। "যারা আমার শুভদীপকে ভালবাসতেন তাঁদের সকলের মনের প্রার্থনা-শুভেচ্ছা যেন ফল পেল। শুভর ছোট ভাই আমাদের জীবনে এসেছে। ওয়াহেগুরুর আশীর্বাদে আমাদের জীবনে অনেককিছু বদলেছে।"

বেশ বয়সেই তাঁরা মা বাবা হয়েছেন। সিধুর মায়ের প্রায় ৫৮ বছর বয়স। ছবিতে, সদ্যোজাতর পাশাপাশি রয়েছে সিধুর একটি ছবি এবং একটি কেক। ফের একবার যেন সন্তানের আনন্দে ভাসলেন তাঁরা। নতুন করে খুশি এল সেই পরিবারে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে সিধু কংগ্রেসের হয়ে দাঁড়ানোর পর তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। এরপরই আলোচনার ঝড় ওঠে। শুধু তাই নয় দেশজুরে শুরু হয় প্রতিবাদ। আর, আজ তো, অনেকে এমন মনে করছেন যে সিধু যেন ফিরে এসেছেন। আর এবারই সমস্ত হিসেব নিকেশ এক হবে। তেমনই মন্তব্যে ছেয়ে গেল কমেন্টবক্স।

bollywood Entertainment News Sidhu Moosewalla
Advertisment