/indian-express-bangla/media/media_files/2025/03/30/abeRLsB7LPzPpwYhY4Aq.jpg)
কী এমন ঘটল সিকন্দরের সঙ্গে?
Salman Khan Sikandar: অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ মার্চ মুক্তি পেল সলমন খান ও রশ্মিকা মন্দনা অভিনীত 'সিকন্দর'। রবিবাসরীয় ছুটির দিনে সিকন্দর-এর মুক্তি ভাইজান ভক্তদের কাছে উপরি পাওনা। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সকাল থেকেই হলের বাইরে ভক্তদের ভিড়। মুম্বইয়ের একটি সিনেমাহলের বাইরে সিকন্দরের পোস্টার হাতে সলমনের ভক্তরা কেক কেটে ধামাকাদার সেলিব্রেশন মুডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এক্স হ্যান্ডেলে দর্শক সিকন্দরের রিভিউ-ও ইতিমধ্যেই শেয়ার করেছেন। ইদে সলমনের ধামাকাদার অ্যাকশনের কামব্যাকে ফিদা ভক্তরা। দর্শকের রায়ে সিকন্দর মুক্তির প্রথম দিনেই পেয়ে গেল 'ব্লকবাস্টার' তকমা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল সিনেমা। হলে গিয়ে দেখার আগেই দর্শকের দরবারে এসে গেল সিকন্দরের HD print।
ট্রেড অ্যানালিস্ট Komal Nahta সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় সুর চড়িয়েছেন। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'এই ধরনের ঘটনা যে কোনও প্রযোজকের কাছে অত্যন্ত দুঃখজনক। ছবি মুক্তির আগেই তা অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে! দুর্ভাগ্যবশত সাজিদ নাদিয়াদওয়ালার সিকন্দরের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে। সিনেমাহলে মুক্তির আগের দিনই সন্ধ্যায় অনলাইনে ফাঁস হয়েছে। প্রযোজক গতকাল রাতেই ৬০০ টি সাইট থেকে ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু, ততক্ষণে যা ক্ষতি হওয়ার তো হয়েই গিয়েছে। এই ধরনের নক্কারজনক ঘটনা একজন প্রযোজককে খেসারত দিতে হয়।' সলমন ভক্তরাও সকলের কাছে আর্জি করেছেন, প্রত্যেকে যেন হলে গিয়ে সিনেমা দেখেন।
It’s the worst nightmare for any producer. A film being leaked before its theatrical release. Unfortunately, that’s what happened last evening to Sajid Nadiadwala’s ‘Sikandar’, slated to release today in cinemas. The producer had the authorities pull the film down from 600 sites… pic.twitter.com/mRA8T4qG23
— Komal Nahta (@KomalNahta) March 30, 2025
প্রসঙ্গত, সিনেমা অনলাইনে ফাঁস হয়ে গেলে সেই প্রভাব পড়ে বক্স অফিসের আয়ে। ভরপুর অ্যাকশনমুখর থ্রিলার মুভিতে সলমন-রশ্মিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরমন যোশী, প্রতীক বব্বর, কাজল আগরওয়াল, আনজিনি ধাওয়ান। পরিচালক AR Murugadoss-এর নির্দেশনায় প্রথমবার সলমন-রশ্মিকা জুটি ভক্তদের মনে কেমন প্রভাব ফেলে সেটা তো ক্রমশ প্রকাশ্য। ২০২৩-এ টাইগার ৩ মুক্তির দু'বছর পর বিগ স্ক্রিনে অ্যাকশন হিরো অবতারে চেনাছন্দে সলমানের কামব্যাক। গত বছর দুটি ছবিতে ক্যামিও চরিত্রে ছিলেন সলমন। তাই সিকন্দর ঘিরে ভাইজান ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে।