/indian-express-bangla/media/media_files/2025/03/30/c2Bm1RbDdAUuA0V2fgLF.jpg)
সলমন ভক্তের আজব কাণ্ড
Salman Khan Sikandar: প্রিয় তারকাকে একবার দেখতে বা তাঁর অটোগ্রাফ নিতে ভক্তদের উন্মাদনা খুব স্বাভাবিক। কিন্তু, ছবি মুক্তির আগে লাখ টাকার বেশি মূল্যের অগ্রিম টিকিট কিনে ফেললেন সলমানের ভক্ত, এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, একদমই বিশ্বাসযোগ্য, কারণ বাস্তবে এটা ঘটেছে। রবিবার সলমনের সিকন্দর মুক্তি ঘিরে যখন অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভাইজানের এক ভক্ত ১.৭২ লাখ টাকার টিকিট কিনে সম্পূর্ণ বিনামূল্যে সকলের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। ভক্তের কাণ্ড দেখে অনেকেই ভাবছেন, সলমন হয়তো এই টিকিট স্পনসর করছেন। তবে এই ভাবনাকে ভুল প্রমাণ করে তিনি জানান, সিকন্দরের ক্ষেত্রে এটা প্রথমবার নয়। এর আগেও সলমনের অনেক ছবির টিকিট কেটে দর্শককে ভাইজানের সিনেমা দেখার সুযোগ করে দিয়েছেন।
রাজস্থানের ঝুমরুর বাসিন্দা কুলদীপ সিং কসওয়াই। সলমনের এই অন্ধ ভক্ত সিকন্দরের ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য মোট ৮১৭টি টিকিট কিনেছেন। যার মোট মূল্য ১,৭২ লাখ টাকা। কুলদীপ এর আগেও সলমনের অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ, কিসি কা ভাই কিসি কি জান সহ বেশ কিছু ছবির টিকিট কিনে দর্শকের মধ্যে বিলিয়েছেন। এই কাজ কেন তাঁর কাছে এতটা আনন্দের? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাইজান ভক্ত কুলদীপ বলেন, 'আমি সলমন খানের জন্য সবসময় কিছু না কিছু করতে চাই। আর এভাবেই করে যাব।' প্রিয় তারকার জন্মদিনেও দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কুলদীপ।
A Hardcore Salman Khan fan bought tickets worth Rs. 1,72000/- for first day first show of movie Sikandar. #Sikandar#SalmanKhan#Fan#SikandarAdvanceBookingpic.twitter.com/aHFTxcw8dY
— Raajeev Chopra (@Raajeev_Chopra) March 29, 2025
একটু পিছন ফিরে দেখলে মনে পড়বে, ২০২৪-এর ২৭ ডিসেম্বর অভিনেতার ৫৯ তম জন্মদিনে সলমনের ব্র্যান্ডের ৬.৩৫ লাখ টাকার পোশাক বিতরণ করেছিলেন। প্রসঙ্গত, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সকাল থেকেই হলের বাইরে ভক্তদের ভিড়। মুম্বইয়ের একটি সিনেমাহলের বাইরে সিকন্দরের পোস্টার হাতে সলমনের ভক্তরা কেক কেটে ধামাকাদার সেলিব্রেশন মুডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দর্শকের রায়ে সিকন্দর মুক্তির প্রথম দিনেই পেয়ে গেল 'ব্লকবাস্টার' তকমা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল সিনেমা। হলে গিয়ে দেখার আগেই দর্শকের দরবারে এসে গেল সিকন্দরের HD print।