Advertisment

কৃষক আন্দোলনকে 'খালিস্তানি, সন্ত্রাস' তকমা! রেগে কঙ্গনার বিরুদ্ধে FIR শিখ কমিটির

খর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, FIR against Kangana Ranaut, Sikh Community, Farmer's movement, কঙ্গনা রানাউত, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর, শিখ সম্প্রদায়, কৃষক আন্দোলন, bengali news today

কঙ্গনা রানাউত

কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের 'খলিস্তানি', 'সন্ত্রাসবাদী' বলেও তোপ দেগেছিলেন। এমনকী, দিন কয়েক আগে যখন বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী, তখনও কৃষকদের 'জিহাদি' বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বেজায় চটেছেন শিখ সম্প্রদায়ের একাংশ। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

Advertisment

দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির তরফেই খর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কমিটির অভিযোগ, "শিখদের বিরুদ্ধে ইচ্ছে করেই অপমানজনক ভাষা ব্যবহার করেছেন কঙ্গনা। কিষাণ মোর্চাকে কখনও খালিস্তানি, কখনও বা সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনকে আশির দশকে ইন্দিরা গান্ধীর সময়কার জরুরী অবস্থার সঙ্গেও তুলনা করেছেন।"

অভিযোগনামায় উল্লেখ, "অভিনেত্রী বলেছিলেন, ইন্দিরা গান্ধী শিখ সম্প্রদায়কে পায়ের তলায় পিষে দিয়েছিলেন, যা ভীষণই অপমানজনক। গোটা বিশ্বের শিখদের ভাবাবেগকে আঘাত লেগেছে।"

কঙ্গনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি, যাতে কিনা অভিনেত্রী আর কোনওদিন এহেন মন্তব্য না করতে পারেন। প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় অভিযোগ দায়ের হয়েছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে।

প্রসঙ্গত, বেফাঁস কথা বলায় কঙ্গনার জুড়ি মেলা ভার! দিন কয়েক আগেই দেশের স্বাধীনতা সংগ্রামকে 'ভিক্ষা' বলে তোপ দেগেছিলেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের পক্ষ নিয়ে এও বলেন যে, "আসল স্বাধীনতা তো ২০১৪ সালে পেয়েছি আমরা।" কুমন্তব্য করেন গান্ধিজিকে নিয়েও। যারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। এবার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লির শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Kangana Ranaut Farmers Movement Sikh Community
Advertisment