Advertisment
Presenting Partner
Desktop GIF

১০০ কোটির ক্লাবে পা রাখল সিম্বা

দিন বাড়ার সঙ্গে সঙ্গে রণবীরের ছবির বক্সঅফিস নাম্বারের পারদও উপরের দিকেই উঠছে। রোহিত শেট্টির পরিচালিত ছবি যেকোনও সময়েই বক্সঅফিসে প্রভাব ফেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১০০ কোটির ক্লাবে পা রাখল রণবীর সিংয়ের এই ছবি

প্রতিনিয়ত বক্সঅফিসে রাজত্ব করছে সিম্বা। ১০০ কোটির ক্লাবে পা রাখল রণবীর সিংয়ের এই ছবি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে রণবীরের ছবির বক্সঅফিস নাম্বারের পারদও উপরের দিকেই উঠছে। রোহিত শেট্টির পরিচালিত ছবি যেকোনও সময়েই বক্সঅফিসে প্রভাব ফেলে। সেরকমই এই ছবিরও এ সপ্তাহের বক্সঅফিস রিলিজ নিয়ে কোনও মাথাব্যথা নেই। সিম্বা মুক্তি পেয়েছিল ২৮ ডিসেম্বর।

Advertisment

প্রথম থেকেই বক্সঅফিসে ভাল করছে সিম্বা। ওপেনিংয়ের দিন ২০.৭২ কোটি টাকা আয় করেছিল এই ছবি। যেখানে রণবীরের আগের ছবি পদ্মাবত ১৯ কোটি দিয়ে যাত্রা শুরু করেছিল। সোমবার, প্রথমদিনের তুলনাতেও ভাল ফল করেছেন সিম্বা। সারা আলি খানের এই ছবি ২১.২৪ কোটি আয় করেছে। এখনও পর্যন্ত সিম্বার মোট আয় ৯৬.৩৫ কোটি টাকা। পরের সপ্তাহে মুক্তি পাওয়া বলিউডের ছবির সঙ্গে কোনওরকম প্রতিযোগীতায় না গিয়ে একাই লড়াই করছে রণবীরের ছবি। ইনস্টাগ্রামে করণ জোহর ছবির সাফল্য নিয়ে ছবিও শেয়ার করেন।

যদিও সিম্বা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচক মহলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেছেন, "সিম্বা দেখার একটাই কারণ, সেটা হল রণবীর সিং। গোঁফ পাকিয়ে, চকচকে মুখে আর চওড়া কাঁধ নিয়ে পুলিশের পোশাকে স্ক্রিন জুড়ে হেঁটে চলেছেন। বিশ্বাস করুন, মন্দ লাগবে না। পুলিশ স্টেশনের মধ্যে ঘোরাফেরা করে, গুণ্ডাদের সঙ্গে মারামারি করে এবং রাস্তায় চলতে চলতে শগুনের প্রেমে পড়া, প্রত্যেকটা মূহুর্তে নিজেকে উজাড় করে দিয়েছেন, এটা জেনেও যে তাঁকে একটা নির্দিষ্ট পরিসরে কাজ করতে হবে।"

Read the full story in English 

Ranveer Singh
Advertisment