Simmba Full Movie Leaked in Tamilrockers: তামিল রকার্সের থাবা এবার রোহিত শেট্টির 'সিম্বা'তেও। ২৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর সিং ও সারা আলি খান অভিনীত সিম্বা। আর এর ঠিক দু'দিনের মধ্যেই তামিল রকার্সে ফাঁস হয়ে গেল ছবির পাইরেসি ভার্সন। বলার অপেক্ষা রাখে না, এর আগেও মুক্তির পরপরই জিরো, 2.0, সরকারের মতো একাধিক ছবি বেআইনিভাবে ফাঁস করেছে এই ওয়েবসাইট। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ামের পাশাপাশি হলিউডের ছবিও রেহাই পাইনি এ ক্ষেত্রে। প্রসঙ্গত, একাধিক প্রক্সি ওয়েবসাইট রয়েছে তামিলরকার্সের। তাই প্রতিটি সাইট ব্লক করা প্রযোজকদের পক্ষে সম্ভব হচ্ছে না।
এদিকে, মুক্তির পর 'সিম্বা' প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেছেন, ”সিম্বা দেখার একটাই কারণ, সেটা হল রণবীর সিং। গোঁফ পাকিয়ে, চকচকে মুখে আর চওড়া কাঁধ নিয়ে পুলিশের পোশাকে স্ক্রিন জুড়ে হেঁটে চলেছেন তিনি। বিশ্বাস করুন, মন্দ লাগবে না। তাঁকে একটা নির্দিষ্ট পরিসরে কাজ করতে হবে জেনেও থানার মধ্যে ঘোরাফেরা করা, গুণ্ডাদের সঙ্গে মারামারি করা এবং রাস্তায় চলতে চলতে শগুনের প্রেমে পড়া, প্রত্যেকটা মূহুর্তে নিজেকে উজার করে দিয়েছেন রণবীর সিং”।
আরও পড়ুন- জেনে নিন কীভাবে অনলাইনে দেখবেন রণবীরের ‘সিম্বা’
এ বছরে মতো মুক্তির তালিকার শেষ নাম সিম্বা। তাই ছুটির মরসুমে একটা বড়ো অঙ্কের লাভ আশা করছে টিম সাম্বা। পাইরেসির খপ্পরে পড়া পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার। অনলাইনে ছবি দেখতে পাওয়া গেলে, তাঁরাই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বেড়েছে।
প্রসঙ্গত, পাইরেসি আটকানো অত্যন্ত কঠিন কাজ হওয়ায় আইন থাকা সত্ত্বেও বারংবার এ ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারা দেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ প্রথমবারের জন্য অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছরের জন্য কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।