ভোটের মুখে তৃণমূলে তারকাদের যোগদানের পালা অব্যাহত। এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা। সবুজ পতাকা হাতে তুলেই অদিতির মন্তব্য, "এবার থেকে দিদি যা বলবেন, তাই করব।" খোলা গলাতেই গেয়ে উঠলেন, "তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না…।"
তৃণমূলে যোগ দিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি। বলেন, "আমায় যোগ্য মনে করায় প্রাণের দিদিকে ধন্যবাদ জানাই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।" এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোর ভূয়সী প্রশংসা করে অদিতি বলেন, "যেভাবে আমাদের সংগীতশিল্পীদের জন্য চিন্তা করেন দিদি, আমার মনে হয় না তাঁর মতো আর কেউ এভাবে ভাবতে পারেন। তিনি বাংলাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি বাংলার প্রকৃত রূপকার। তিনি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করার চেষ্টা করব। রাজনীতিতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। বিয়ের পর আমার স্বামী ও শ্বশুরমশাইকে মানুষের জন্য কাজ করতে দেখেছি। আমিও সেটা উপলব্ধি করতে চাই।"
উল্লেখ্য, অদিতির স্বামী এর আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছিলেন। তবে পরে মনোমালিন্য শেষে আবার পুরনো ঘরেই ফিরে এসেছেন। অদিতির যোগদান প্রসঙ্গে সৌগতর মত, "আমি গর্বিত যে, আমার এলাকার মেয়ে অদিতি তৃণমূলে যোগ দিলেন।" উল্লেখ্য, বুধবারই তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সীর ঘাসফুল শিবিরে যোগ দেওয়াকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।