Alka Yagnik: ৯০ দশকে বলিউডের গান মানেই, ফিমেল লিডে আলকা ইয়াগনিক এর গলা, আর তার সঙ্গে নয়তো কুমার শানু নয়তো উদিত নারায়ণ, নয়তো বা অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু আলকা ইয়াগ্নিক ছাড়া যে কোন সিনেমা সম্পন্ন হবে না, সে কথা বলাই যায়। আর এবার তো, ভারতের তথা বিশ্বের ভক্তদের পাশাপাশি এমন এক ভক্তের কথা তিনি জানতে পেরেছেন, যার নাম শুনলেই ভয় আতঙ্কে মানুষের বুক কেঁপে ওঠে।
তখনকার দিনে ক্যাসেট কিংবা CD কেনার চলছিল। যে তারকাকে মানুষের পছন্দ হতো, কিংবা যার গান তাদের মন ছুঁয়ে যেত, তাদের সিডি কিনেই মানুষ ঘর ভরাতেন। প্রয়োজনে, ছবি অনুযায়ী সিডির কালেকশন করতেন তারা। সারা বিশ্বে আলকা ইয়াগ্নিকের ভক্ত সংখ্যা কম না। কিন্তু এই মানুষটিও যে তাঁর ভক্ত, সে কথা শিল্পী জানতেন? সম্প্রতি এক পডকাস্টে তিনি হাজির হয়েছিলেন। সেখানে তাঁকে এমন এক তথ্য শোনানো হলো...
ওসামা বিন লাদেন, যার নাম শুনলে বুক কেঁপে ওঠে বেশিরভাগ মানুষের। যিনি একের পর এক আতঙ্কবাদের মাস্টারমাইন্ড, ওসামা বিন লাদেন কিনা তার ভক্ত ছিলেন? ২০১১ সালে তার মৃত্যুর পর এই ঘটনা খোলাসা হয়। একের পর এক ভয়ংকর কান্ড ঘটিয়েছেন লাদেন। নিজেকে বাঁচাতে, তিনি নানা জায়গায় আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আমেরিকান সিল কমান্ডোদের দ্বারা তিনি এনকাউন্টার হন। তার মৃত্যুর পরেই তার পাকিস্তানের বাড়িতে, তল্লাশি চালানো হয়। যেখানে এমন কিছু বিষয় উঠে আসে...
ওসামা বিন লাদেনের বাড়িতে ভর্তি, আলকা ইয়াগনিক কুমার শানু এবং উদিত নারায়ণের গানের ক্যাসেট। CIA তরফে তখন জানানো হয়েছিল, আলকা ইয়াগ্নিক এর গানের বিরাট ফ্যান ছিলেন তিনি। সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো, গানের ক্যাসেটের কালেকশনে, সলমান খান মাধুরী দীক্ষিত এর সঙ্গে টুইংকেল টুইংকেল লিটল স্টার এর কালেকশনও ছিল। এই ঘটনায় যখন শোনানো হয় আলকা ইয়াগনিককে, তখন কি প্রতিক্রিয়া দেন বর্ষীয়ান শিল্পী?
তার নামের সঙ্গে কারোর নাম জুড়লে ভয় লাগা যে ভীষণ স্বাভাবিক, সে কথা খুব পরিষ্কার। তাইতো অলকা ঘটনার কথা জানতে পেরে সোজাসুজি বলেন, "এটা কি আমাকে দিয়ে বড় ভুল হয়ে গেল? উনি যেই থাকুন না কেন, বা যেরকমই হন না কেন, এইটুকু বলতে পারি যে উনার মধ্যে কোথাও একটা ছোটখাটো শিল্পী ছিল। তো এটা যদি হয়ে থাকে তো খুব একটা খারাপ বিষয় নয়।"