/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/iman_0acb2a.jpg)
Iman on protest: কী বলছেন ইমন?
Iman Chakraborty News: একদিন, সব ধ্বংস হয়ে যাবে। মানুষ নিজেই সব ধ্বংস করে দেবে...', চারপাশে যা হচ্ছে, সেই নিয়ে আলোচনা এবং সমালোচনার শেষ নেই। কিন্তু এতসব কিছুর পরেও ক্রাইম মোটেই শেষ হচ্ছে না। একদিকে, একটি ঘটনা জাস্টিস পেল না, কিন্তু দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে অন্যায় হয়েই চলেছে।
এত কিছুর পরেও মানুষের অন্যায় করা থামছে না। তাই, তো কখনও এক অন্তঃসত্বা হাতিকে তাঁরা হত্যা করছেন, কখনও একটি কুকুরের গায়ে তাঁরা জাস্টিসের সুর লিখছেন। এভাবেও যে অত্যাচার করা যায়, একটি চারপেয়ে সারমেয়র ওপর, যেন ভাবতেই পারছেন না অনেকেই। প্রতিবাদ আন্দোলন শুরু করার আগে, অনেকেই দাবি তুলেছিলেন, রাস্তার অবুঝ প্রানীদের যেন কোনও অসুবিধা না হয়।
কিন্তু, তারপরেও যেন মানুষের আক্কেল গুরুং। তাঁরা শুধরানোর মত নয়, এমন বার্তাই চোখে পড়ল ইমনের পোস্টে। শিল্পী, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। কিন্তু, তাই বলে এক কুকুরের গায়ে জাস্টিসের কথা লেখা হবে, সেটাও মানতে পারছেন না। ইমন সমাজ মাধ্যমে লিখছেন...
"লজ্জা নেই না আমাদের? লজ্জা হবেও না। মানুষ, পশু, প্রকৃতি, সব শেষ করে দেব না আমরা? সব?" ইমনের এই পোস্টে, অনেকেই সহমত জানিয়েছেন তাঁকে। কেউ বলেছেন...
"ভারত দেশ হিসেবে ব্যর্থ। এখানে, অশিক্ষিতের মাত্রা ক্রমশ বাড়ছে।" আবার কেউ বললেন, ধ্বংসের পথে পৃথিবী। আবার কেউ বললেন, অবলা বলে যা খুশি তাই। এগুলো অসভ্যতামি।