জ্বর ও শ্বাস কষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম-এ ভর্তি প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর কেবিনে মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসা চলছে। গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম রয়েছে। তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। বুকে প্যাচ রয়েছে তাঁর।
সোমবার ভোরে বাড়িতেই অসুস্থ বোধ করেন কবীর সুমন। পরে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। ইতিমধ্যেই তাঁর কোভিড, বুকের এক্স-রে, স্ক্যান সহ অন্যান্য শারীরিক পরীক্ষা হয়েছে। তবে সেগুলোর রিপোর্ট এখনও আসেনি। তবে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
গত কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন কবীর সুমন। এরমধ্যেই গত কয়েকদিন ধরেই গলায় ব্যথা অনুভব করেন তিনি। পরিবার সূত্রে খবর, ঢোক গিলতেও সমস্যা হচ্ছিল তাঁর। তারমধ্যেই রবিবার রাতে জ্বর আসে শিল্পীর। শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। যা গভীর রাতে তীব্র হয়। এরপরই চিকিৎসকের পরামর্শে কবীর সুমনকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। তাঁর ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তাতে ভরসা করছেন না চিকিৎসকরা। শিল্পীর আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে। আপাতত সেই রিপোর্টের অপেক্ষা। ইতিমধ্যেই বর্ষীয়ান কবীর সুমনকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর অসুস্থতার খবরে উৎকণ্ঠায় তাঁর গুনমুগ্ধরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়েছিলেন কবীর সুমনের সঙ্গে দেখা করতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন