/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Mamata-KK-1.jpg)
গায়ক কেকে-র ছবিতে মাল্যদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
দুপুর আড়াইটে। রবীন্দ্রসদন চত্বরে থিকথিক করছে ভিড়। প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে শেষবিদায় জানাতে জড়ো হয়েছেন ভক্তরা। উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় থেকে আরও অনেকেই। কেকে-র কফিনের ওপর থেকে সস্নেহে মালা সরিয়ে জায়গা করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। সামলালেন শোকস্তব্ধ স্ত্রী জ্যোতিকেও। চোখের জলে, গান স্যালুটে KK-কে 'আলবিদা' জানাল কলকাতা। বুধবার রাত ১০টায় মুম্বইয়ের ইয়ারি রোডে পৌঁছবে গায়কের মরদেহ। বৃহস্পতিবার সকাল ১০টায় শেষকৃত্য সম্পন্ন হবে ভারসোভার শ্মশানে।
সকাল থেকেই গোটা বিষয়টি ত্বত্তাবধান করছেন মমতা খোদ। কলকাতা যেন এক অন্যরকম শেষযাত্রার সাক্ষী থাকল আজ। বুধবার কলকাতা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এয়ারপোর্টে নয়, গায়ক কেকে-র মরদেহকে গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র সদনে। এদিন সাংবাদিকদের জানান, “আমরা সব সম্মানীয় ব্যক্তিদের মৃত্যুর পর গান স্যালুট দিয়ে সম্মান জানাই। ময়নাতদন্ত হয়ে গেলে রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে গায়ককে।”
<আরও পড়ুন: ‘এরপর রূপঙ্করদার কিছু একটা হলে…’, প্রচণ্ড আশঙ্কায় শ্রীলেখা>
গান স্যালুটে আলভিদা KK-কে, রবীন্দ্র সদনে শোকাহত জনতার ঢল#kkdeath#KKPassesAwaypic.twitter.com/r145DhtbJo
— Indian Express Bangla (@ieBangla) June 1, 2022
<আরও পড়ুন: KK-র মর্মান্তিক মৃত্যুতে বেআব্রু উদ্যোক্তাদের গাফিলতি, এখনও শোকের পাহাড়ে শহর>
এদিন সকালে কলকাতায় এসে পৌঁছন প্রয়াত গায়ক কেকে-র স্ত্রী-পুত্র। বুধবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেকে-র স্ত্রী জ্যোতি এবং পুত্র নকুল। এয়ারপোর্ট থেকেই সোজা তাঁরা গাড়িতে করে চলে যান একবালপুরের সিএমআরআই হাসপাতালে। সেখান থেকে এসএসকেএমে ময়নাতদন্ত। তারপরকেকে-র মরদেহ নিয়ে সোজা রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত সঙ্গীতশিল্পীকে গানস্যালুটে বিদায় জানানো হয়। উপস্থিত ভক্তদের চোখের জল যেন আর বাঁধ মানছে না। বিকেলেই কেক-র দেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন স্ত্রী-পুত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন