'বিগ বস'-এ মারাঠি ভাষাকে অপমান ছেলে জানের, স্ত্রীকে 'দুষে' ক্ষমা চাইলেন কুমার শানু

২৭ বছর ধরে স্ত্রী-ছেলের সঙ্গে থাকেন না! ক্ষমা চেয়ে ঠিক কী বললেন গায়ক কুমার শানু? দেখুন ভিডিও।

২৭ বছর ধরে স্ত্রী-ছেলের সঙ্গে থাকেন না! ক্ষমা চেয়ে ঠিক কী বললেন গায়ক কুমার শানু? দেখুন ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaan-sanu

"ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে গত ২৭ বছর ধরে থাকি না। তাই জানের মা ওকে কী শিক্ষা দিয়েছে আমার জানা নেই। কিন্তু ছেলে যখন, তখন বাবা হয়ে আমিই ক্ষমা চাইছি..", মন্তব্য কুমার শানুর (Kumar Sanu)।

Advertisment

'বিগ বস'-এর ঘরে সম্প্রতি মারাঠি ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কুমার শানুর ছেলে জান কুমার। যার জেরে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার রোষানলে পড়তে হয় জানকে। প্রকাশ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে শো বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। চাপের মুখে পড়ে সদ্য ক্ষমা চেয়েছেন জান কুমার। ছেলের হয়ে মুখ খুলেছিলেন মাও। তবে তাতেও চিঁড়ে ভেজেনি! বিতর্কের রেশ থামাতে তাই এবার ছেলের হয়ে মহারাষ্ট্রবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন খ্যাতনামা গায়ক কুমার শানু নিজে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চাইতে দেখা যায় কুমার শানুকে। তাঁর কথায়, মারাঠি ভাষা সম্পর্কে জান যে মন্তব্য করেছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। গত ৪৭ বছর ধরে মহারাষ্ট্র যেভাবে তাঁকে আপন করে নিয়েছে, ভালবেসেছে, তার জন্য তিনি মুম্বইবাসীর কাছে কৃতজ্ঞ। এবং কখনও মারাঠি ভাষাকে অপমান করার কথা চিন্তাই করতে পারেন না। তাই ছেলের হয়ে ক্ষমা চাইছেন।

Advertisment

এর পাশাপাশি কুমার শানু এও বলেন যে, "আমার ছেলে জান ভীষণই ভুল একটি মন্তব্য করে বসেছে, যা আমি গত ৪১ বছরেও ভাবিনি। যে মহারাষ্ট্র, মুম্বাদেবী আমাকে যশ-খ্যাতি সব কিছু দিয়েছে, সেই জায়গার নামে এরকম কোনও কথা ভাবতেই পারি না। আমার ছেলে ভাষা নিয়ে যেরকম মন্তব্য করেছে, আমি তো আমার এত বছরের কেরিয়ারে ভিন্ন ভাষায় গান গেয়েছি। সব ভাষাকেই আমি ভালবাসি, শ্রদ্ধা করি। গত ২৭ বছর ধরে আমি আলাদা থাকে ওঁদের থেকে। তো ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে, সেই সম্পর্কে আমার ধারণা নেই। তাই আমি ভীষণভাবে দুঃখিত। একজন বাবা হয়ে আমি শুধু ক্ষমা চাইতে পারি আপনাদের কাছে।"

Bigg Boss Bollywood News Jaan Kumar Sanu