/indian-express-bangla/media/media_files/2025/05/05/SFMoqFteqFp4H6iWyBUu.jpg)
সংকটজনক অবস্থায় হাসপাতালে জনপ্রিয় গায়ক
Pawandeep Rajan Major Accident: ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজনকে নিশ্চয়ই মনে আথে। গানের মঞ্চে তাঁর সংগীতের মূর্চ্ছনায় দোলে আসমুদ্র হিমাচল। ৫ মে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন সেই ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, Gajraula থানার কাছে ভোরবেলা তিনটে বেজে ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হয়েছেন শিল্পী। এই মুহূর্তে চিকিৎসাধীন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যা দেখে দুঃখপ্রকাশ করেছেন পবনদীপের ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। বাঁ পা ও ডান বাহুতে মারাত্মক চোট পেয়েছেন পবনদীপ। উত্তরপ্রদেশের Amroha-এর জাতীয় সড়ক পথ ৯-এ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাঁকে নয়ডার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, গায়কের চোট খুবই গুরুতর।
Gajraula থানার ইন-চার্জ Akhilesh Pradhan জানিয়েছেন, পবনদীপের গাড়ি পিছন থেকে আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। যার ফলে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিও ভেঙেচুরে একাকার। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Indian Idol 12 winner Pawandeep Rajan injured in a car accident 😰 #indianidol#PawandeepRajan#Trending#viralvideo#uttarakhand#accident#indionidolwinner#LatestNewspic.twitter.com/enxJ52q5ke
— Shubhangi Bhatt (@ShubhangiBhatt7) May 5, 2025
নয়ডার হাসপাতালে স্থানান্তরিত করার পর এখন পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে রয়েছেন। জানা যাচ্ছে, উত্তরাখন্ডের Champawat থেকে দিল্লিতে আসছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাড়িচালকের চোখ জুড়িয়ে এসেছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। অন্যদিকে চিকিৎসকরাও পবনদীপকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন।
Uttarakhand CM Pushkar Singh Dhami tweets, "Received the news of famous singer Pawandeep Rajan getting injured in a road accident. I pray to God for his speedy recovery."
— ANI (@ANI) May 5, 2025
(file pic) pic.twitter.com/r4PxYx0AyX
পবনদীপের ম্যানেজার Gujarat Samachar Digital-কে জানিয়েছেন, তিনি Champawat থেকে দিল্লি ফিরছিলেন। তখনই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে। গায়কের দুর্ঘটানর খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে যুগলের ছবি শেয়ার করে গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল সিজন ১২ ছাড়াও ২০১৫-তে দ্য ভয়েজ ইন্ডিয়া-তেও জয়ী হয়েছিলেন। গত ২৭ এপ্রলি ধুধাম করে জন্মদিনও সেলিব্রেট করেছিলেন।