Advertisment

প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

মারাদোনাকে নিয়ে তাঁর গান মন ছুঁয়ে গিয়েছিল আমবাঙালির৷ এমনকী ফুটবলের ‘ভগবান’ নিজেও পিলুর গানের প্রশংসা করেছিলেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
Singer Pilu Bhattacharya have died

পিলু ভট্টাচার্য৷

প্রয়াত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য৷ বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন পিলু৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে৷ পিলু ভট্টাচার্যের অকাল প্রয়াণে শোকে বিহ্বল তাঁর পরিবার৷ সংগীত জগতেও শোকের ছায়া নেমে এসেছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর আকস্মিক প্রয়াণে৷

Advertisment

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ শারীরিক অসুস্থতার দরুণ তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল৷ তবে কিছুদিন আগেই সুস্থ হওয়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল৷ বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলতেন পিলু৷ তবে বৃহস্পতিবার রাতে আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তবে শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে প্রখ্যাত এই সংগীতশিল্পীর৷

২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন পিলু ভট্টাচার্য৷ কেরিয়ারের প্রথমদিকে বেশ কয়েকবছর স্ট্রাগল করলেও পরবর্তী সময়ে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ তাঁর একের পর এক হিট গান মন কেড়েছে শ্রোতাদের৷ বাংলা ছবিতেও বেশ কিছু হিট গান রয়েছে পিলুর৷ মজার গানের জন্য বাংলার সংগীতজগতে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন পিলু৷ প্যারোডি গানে পিলুর জুড়ি মেলা ভার।

আরও পড়ুন- তালিবান দখলে কাবুল, রবিবার থেকে এখনও পর্যন্ত ১২ জনকে খুন

২০০৭ সালে তাঁর ‘রাধামাধব’ অ্যালবামটি শ্রোতাদের মন জয় করে৷ দিয়েগো মারাদোনার সামনেও গান গেয়েছিলেন পিলু ভট্টাচার্য। মারাদোনাকে নিয়ে তাঁর সেই গান মন ছুঁয়ে গিয়েছিল আমবাঙালির৷ এমনকী ফুটবলের ‘ভগবান’ নিজেও পিলুর গানের প্রশংসা করেছিলেন৷

২০১৯ সালে টিম ইন্ডিয়ার জন্যও গান লিখেছিলেন পিলু ভট্টাচার্য৷ পরে সেই গানটি হিন্দিতেও গেয়েছিলেন তিনি৷ রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পিলু ভট্টাচার্য৷ একটা সময়ে বাম রাজনীতিতে যুক্ত থাকা পিলু ভট্টাচার্যের সঙ্গে পদ্ম শিবিরের নেতাদের যোগাযোগ বেড়ে ওঠে৷ বিধানসভা ভোটের সময় বেশ কিছু জায়গায় বিজেপির হয়ে প্রচারেও গিয়েছিলেন পিলু৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Singer kolkata
Advertisment