Virat Kohli: দিন দুয়েক আগেই বিরাটকে জোকার বলেছিলেন, এবার নতুন মন্তব্যে তোলপাড় ফেললেন রাহুল বৈদ্য, কী হয়েছে?

Virat - Rahul Vaidya: কিছুদিন আগে গায়ক রাহুল বৈদ্য, বিরাট কোহলি কে নিয়ে যা নয় তাই বলেছিলেন। বিরাট সব কিছু ভুলের বশে করেন। কোনও গ্লিচ থেকে এসব হয়, এমনটাই জানিয়েছিলেন তিনি।

Virat - Rahul Vaidya: কিছুদিন আগে গায়ক রাহুল বৈদ্য, বিরাট কোহলি কে নিয়ে যা নয় তাই বলেছিলেন। বিরাট সব কিছু ভুলের বশে করেন। কোনও গ্লিচ থেকে এসব হয়, এমনটাই জানিয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
virat kohli accused by rahul vaidya

ফের যা বলতে শোনা গেল রাহুলকে...

Rahul Vaidya on Virat Kohli:  বিরাট কোহলি বনাম বলিউড, একের পর এক দ্বন্দ্ব এবং বিতর্ক লেগেই রয়েছে। শুধু তাই নয়, তিনি নাকি একের পর এক বলিউড তারকাকে সোশ্যাল মিডিয়ারটাকে ব্লক করে দিচ্ছেন। কখনো শোনা যাচ্ছে, আলগরিদিমের ভুলে নাকি সমাজ মাধ্যমে তারকাদের পোস্টে লাইক পড়ে যাচ্ছে। এবং এই কারণে অনেক তারকাই সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে পোস্ট করেছিলেন।

Advertisment

কিছুদিন আগে গায়ক রাহুল বৈদ্য, বিরাট কোহলি কে নিয়ে যা নয় তাই বলেছিলেন। বিরাট সব কিছু ভুলের বশে করেন। কোনও গ্লিচ থেকে এসব হয়, এমনটাই জানিয়েছিলেন তিনি। বিরাট কোহলি নাকি তাকে ব্লক করে দিয়েছিলেন। সেই রাগে এবং ক্ষোভে তিনি ক্রিকেট তারকাকে নিয়ে ভালো-মন্দ যা তাই বলেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি এই অভিযোগ এনেছিলেন, বিরাট কোহলির ভক্তরা নাকি তাঁকে এবং পরিবারকে অসহনীয় মন্তব্য করেছেন। যেমন? তার বাড়ির মেয়ে এবং বোনদেরকে গালাগালি করেছেন বিরাট কোহলির ভক্তরা। সে কারণে তিনি রাগের চোটে বিরাট কোহলির ভক্তদেরকে দু পয়সার জোকার বলে বর্ণনা করেছিলেন।

সেই নিয়েও জলঘোলা কম হয়নি। তিনি এও বলেছিলেন বিরাটের থেকেও বিরাটের ভক্তরা বেশি জোকার। তাহলে কি অবশেষে সেই সমস্যা সমাধান হলো? রাহুল সমাজ মাধ্যমে জানিয়েছেন এক নতুন কথা। সকলের পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি। তাকে ভারতের বেশিরভাগ মানুষই instagram এর ফলো করেন। তার থেকে ফলো রিটার্ন না পেলেও, ব্লক কেউ প্রত্যাশা করেন না। রাহুল ও সেই কারণেই মর্মাহত হয়েছিলেন। কিন্তু, এবার মন থেকে এক আনন্দের খবর দিয়েছেন তিনি। বিরাট কোহলির নতুন একটি পোস্ট চোখে পড়তেই, রাহুল বুঝতে পারলেন যে তিনি আর ব্লকলিস্টে নেই। সেই সুখবরই সকল ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন তিনি। বিরাট গোটা ভারতের ইমোশন। এবং যেদিন থেকে তিনি টেস্ট ক্রিকেটে অবসর নিয়েছেন, মন ভেঙেছে তার ভক্তদের এবং গোটা দেশের বেশিরভাগ মানুষের।

Advertisment

স্ক্রিনশট শেয়ার করে রাহুল সমাজ মাধ্যমে লিখছেন,"ধন্যবাদ বিরাট কোহলি আমাকে আনব্লক করার জন্য। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তুমি। তোমার মতো ব্যাটসম্যান আমি ক্রিকেট দুনিয়ায় খুব কম দেখেছি। এবং আপনি ভারতের গর্ব। জয় হিন্দ। আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা।" বিরাটের একটা পদক্ষেপ যেন সব ভুলিয়ে দিল। প্রসঙ্গে, টেস্ট ক্রিকেট তাকে অবসর নেওয়ার পর, বিরাট কোহলি প্রমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন। সেখান থেকেও ভাইরাল হয় ছবি।

Virat Kohli tollywood tollywood news bollywood Bollywood News