/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/rashid.jpg)
Singer Rashid Khan: ভাল নেই শিল্পী রশিদ খান।
Singer Rashid Khan's Health Condition: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে দেওয়া হল প্রবাদপ্রতিম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেলে তাঁকে দেখতে বেসরকারি হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিস্বাস, কলকাতার নগরপাল বিনিত গোয়েল।
বিগত কয়েকমাস ধরেই হাসপাতালে চিকিৎসাধীন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান। জানা গিয়েছিল, অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার স্ট্রোক হয়। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে চিকিৎসাধীন এই প্রখ্যাত শিল্পী। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন রশিদ খান। আশা করা হয়েছিল, সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু মঙ্গলবারের খবর, শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দল রশিদ খানের শীররিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন ও তাঁকে দেখছেন স্নায়ুচিকিৎসকরাও।
উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম রশিদ খানের। ছোটবেলা থেকেই তাঁর বেড়ে ওঠা সঙ্গীত পরিবারে। রশিদ উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। কাকাই প্রথম তাঁকে মুম্বাই নিয়ে গিয়েছিলেন। সেখানে গানের তালিম নেন রশিদ খান। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন তিনি। ইনায়েত হুসেন খাঁ-সাহিব প্রতিষ্ঠিত রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান৷ মূলত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী রশিদ খান। তবে বলিউড, টলিউডেও প্রতিভার সাক্ষর রেখেছেন এই শিল্পী। 'যব উই মেট', 'কিসনা', 'হাম দিল দে চুকে সনম', 'মাই নেম ইজ খান', 'রাজ ৩'-র মতো বলিউড ছবিতে যেমন তাঁর গান রয়েছে, তেমনই 'মিতিন মাসি', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী'-র মতো বাংলা ছবিতেও রয়েছে রশিদের প্রতিভার সাক্ষর।