সেলফি তুলতে না দেওয়ায় বিপত্তি! স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হয়েছে সোনু নিগমকে। যে ঘটনার পর মুম্বই কেন গোটা দেশে তোলপাড়। পদ্মশ্রী গায়কের হয়ে সরগরম নেটপাড়া। একজন শিল্পীর ওপর এহেন আক্রমণ কিছুতেই মেনে নিতে পারছেন না মিকা সিং, শান-রা। অতঃপর প্রতিবাদী সুরে একযোগে সুর চড়ালেন তাঁরাও।
একজন শিল্পী হয়ে আরেক শিল্পীর অবমাননা কখনোই সহ্য করা যায় না। অতঃপর সোনুর ওপর হামলার প্রতিবাদে সরব হয়ে মুখ খুললেন বলিউডের প্রথম সারির গায়করা। সোনু নিগমের সঙ্গে শানের বেশ ভাল বন্ধুত্ব। মাঝেমধ্যেই রেকর্ডিংয়ের অবসরে আড্ডা দেন শান-সোনু। অতঃপর কাছের বন্ধু শো করতে গিয়ে যখন বিপদে পড়লেন, চুপ করে থাকেননি শান। বরং হাইভোল্টেজ প্রতিক্রিয়া পেশ করেছেন।
শানের প্রশ্ন, "এটা সেই চেনা মুম্বই? যে মুম্বইকে এতদিন নিরাপদ বলেই জানতাম। আইনি শৃঙ্খলার দিকে থেকে সেরা বলতাম, সেখানে এমন ঘটনা ঘটল। আমি বিশ্বাস করতে পারছি না!" এখানেই অবশ্য থামেননি শান। বলেন, "ইন্ডাস্ট্রির একজন হয়ে বলছি। সোনুর ভক্ত হয়ে বলছি, এর একটা বিহিত হোক। যে হিংসা বা অব্যবস্থার দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী দুর্বৃত্তদের চূড়ান্ত উচিত শিক্ষা দেওয়া হোক।"
<আরও পড়ুন: ‘২৬/১১ ভোলেনি ভারত..’ পাকিস্তানে দাঁড়িয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদ আখতারের! প্রশংসা কঙ্গনার>
প্রসঙ্গত, সোমবার রাতে চেম্বুরে শো করতে গিয়ে বিধায়কের ছেলের হাতে আক্রান্ত হন সোনু নিগম ও তাঁর টিমের সদস্যরা। একজন হাসপাতালে ভর্তিও ছিলেন। রাতারতি চেম্বুর থানায় অভিযোগ দায়ের করে আসেন সোনু। বিপদ বুঝে ছেলের হয়ে ড্যামেজ কন্ট্রোল নামেন বিধায়ক প্রকাশ ফাটরেপেকরও। তবে তাতে চিঁড়ে ভেজেনি। শানের পর প্রতিবাদ করলেন মিকা সিংও।
মিকার মন্তব্য, "শুনে খুবই খারাপ লাগছে যে, মুম্বইতে শো করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সোনু নিগমকে। উত্তর ভারতের যে কোনও জায়গায় শো করতে গেলে ১০টা নিরাপত্তীরক্ষী নিয়ে চলি আমি। তবে মুম্বইতে আমার কোনও বডিগার্ড নেই। কারণ আমি মনে করি এটা দেশের সবথেকে নিরাপদ শহর।" আর সেখানেই কিনা সোনু নিগম আক্রান্ত! শিল্পীদের নিরাপত্তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন।