মুম্বইয়ের কনসার্টে সোনু নিগমের উপর হামলা, চড়াও হল বিধায়কের ছেলে, তুমুল হাতাহাতিতে জখম বন্ধু

সোনু নিগম এবং তাঁর দলের লোকজন থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।

sonu nigam, sonu nigam case, sonu nigam manhandle, sonu nigam singer news, mumbai new,s mumbai latets news, indian express, indian express news, indian epxress mumbai live updates
সোনু নিগমের উপর হামলা মুম্বইয়ে।

পদ্মশ্রী গায়ক সোনু নিগমের উপর হামলা। তাও আবার খাস মুম্বইয়ে একটি শোয়ে। গুরুতর আহত হয়েছেন সোনুর বন্ধু। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন গায়ক।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় চেম্বুরে একটি শোয়ে পারফর্ম করছিলেন সোনু নিগম। শো শেষের পর এক বিধায়কের ছেলে সোনুর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। যদিও সোনুর টিমের সদস্যরা ধাক্কা মেরে সেই যুবককে হঠিয়ে দেন। এরপরই বাধে গন্ডগোল।

sonu nigam, sonu nigam case, sonu nigam manhandle, sonu nigam singer news, mumbai new,s mumbai latets news, indian express, indian express news, indian epxress mumbai live updates
সোনু নিগম এবং তাঁর দলের লোকজন থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।

গায়কের টিমের লোকজন সেই যুবককে চিনতে পারেননি। তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিতেই ওই রাজনীতিবিদের সমর্থকরা চড়াও হন এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ধাক্কাধাক্কির মধ্যে একজন মঞ্চের সিঁড়ি থেকে নীচে পড়ে যাচ্ছেন।

চেম্বুর থানার এক আধিকারিক জানিয়েছেন, সোনু নিগম এবং তাঁর দলের লোকজন থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। সোনুর বন্ধু রব্বানি নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। সোনুর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে ঘটনার।

নিজের বয়ানে সোনু জানিয়েছেন, “কনসার্টের পর আমি স্টেজ থেকে নীচে নামছিলাম। তখন একজন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। সে হরি এবং রব্বানিকে ধাক্কা মারে, যাঁরা আমাকে বাঁচাতে এসেছিল। তার পর আমি সিঁড়িতে পড়ে যাই। আমি থানায় অভিযোগ দায়ের করেছি, যাতে সবাই মাথায় রাখে জোর করে সেলফি তোলা বা ধাক্কাধাক্কি করার পরিণাম কী হয়।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Singer sonu nigam allegedly manhandled at music event in chembur

Next Story
কনসার্ট শেষে মমতার মন্ত্রীর বাড়িতে অরিজিৎ সিং, দেদার খানাপিনা, জমাটি আড্ডা
Exit mobile version