Sonu Nigam Controversy: বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সত্যিই পাথর ছোঁড়া হল সোনু নিগমকে? শিল্পী-ই দিলেন আসল খবর..

Sonu Nigam - Delhi University: দিল্লি ইউনিভার্সিটির অনুষ্ঠানে এরকম এক সমস্যার মুখে পড়তে হবে, কেউ কল্পনাও করতে পেরেছিল? যদি বা সোনুর দোষ কি সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়…

Sonu Nigam - Delhi University: দিল্লি ইউনিভার্সিটির অনুষ্ঠানে এরকম এক সমস্যার মুখে পড়তে হবে, কেউ কল্পনাও করতে পেরেছিল? যদি বা সোনুর দোষ কি সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sonu nigam delhi university incident

Sonu in Delhi University: কী এমন ঘটল দিল্লি বিশ্ববিদ্যালয়ে? Photograph: (Instagram)

Sonu Nigam in Delhi University: শেষ কিছুদিনে তারকাদের ওপর, মানুষের আক্রোশ যেন আরো বেড়ে উঠেছে। গতকাল দেখা গিয়েছিল নেহা কক্কর, তিনি প্রায় তিন ঘন্টা দেরি করে পারফর্মেন্স করতে আসায়, মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর একটি ভিডিও ভাইরাল সোনু নিগমের। শিল্পী যিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে, নিজের গানের মাধ্যমে রাজ করছেন, সঙ্গে মানুষের মনোরঞ্জন করে আসছেন, তাকে কেন শেষে এসব লিখতে হল?

Advertisment

সোনুর প্রতিভা নিয়ে কথা বলার মতো সাহস কারণ নেই। তার গায়কির প্রশংসা করেন বড় বড় দিগ্বজরাও। এবার সেই মানুষটিকে কি সত্যিই দিল্লি ইউনিভার্সিটির অনুষ্ঠানে এরকম এক সমস্যার মুখে পড়তে হয়েছে? একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে সোনু নিগমের দিকে ছুঁড়ে মারা হচ্ছে নানা বস্তু। মিউজিকের এই সেলিব্রেশানে একজন গায়কের সঙ্গে এভাবে আচরণ করা হবে, ভাবতে পারেনি ইউনিভার্সিটির অন্যান্য ছাত্ররা। সোনু নিগমকে রীতিমতো অনুরোধ করতে দেখা গেল দর্শকের উদ্দেশে।

কী ঘটেছে আসলে?

Advertisment

অনুষ্ঠানের মাঝে, শিল্পীর দিকে একে একে হেডব্যান্ড এবং ভেপ ছোঁড়া হয়। যতক্ষণ হেডব্যান্ড ছোঁড়া হচ্ছিল, তিনি বেশ আনন্দ করেই সেগুলো গ্রহণ করছিলেন। কিন্তু ভেপ ছুঁড়ে মারাতে তাঁর দলের এক সদস্যের গায়ে গিয়ে লাগে। এরপরই তাঁকে দেখা গেল মানুষের কাছে অনুরোধ করতে। নিজেকে যথেষ্ট শান্ত রাখলেন সোনু। সকলকে হাতজোড় করে অনুষ্ঠানের ডেকরাম বজায় রাখার কথা বলেন... 

"আমি তোমাদের জন্য এসেছি এখানে। আমি অনুষ্ঠান করছি, যাতে আমরা সকলে আনন্দ করতে পারি। যেন দারুণ কিছু ভাল মুহূর্তের আমরা সাক্ষী থাকতে পারি। আমার একটাই কথা, আনন্দ কর কিন্তু এসব করো না।" শিল্পী নিজের সমাজ মাধ্যমে তিনি লিখছেন...

"কিছু মিডিয়ায় উল্লিখিত পাথর বা বোতল নিক্ষেপের মতো কিছুই সেখানে ঘটেনি। মঞ্চে কেউ একজন ভেপ ছুঁড়ে দিয়েছিল যা শুভঙ্করের বুকে আঘাত করেছিল এবং তখনই আমাকে এটি সম্পর্কে জানানো হয়েছিল। আমি অনুষ্ঠানটি থামিয়ে অনুরোধ করেছিলাম এবং কলেজিয়ানদের স্মরণ করিয়ে দিয়েছিলাম যে এরকম কিছু আবার ঘটলে শোটি হঠাৎ বন্ধ করতে হবে।"  

সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রায় ১ লাখ লোক। এবং প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের ওপর। এদিকে, এই ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র রেগে আগুন। তাঁদের কথায়, কিছু লোকের জন্য নাম খারাপ হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ের। কোনও কিছুই স্টেজে ছুঁড়ে দেওয়া উচিত না। 

Sonu Nigam bollywood Bollywood News Bollywood Song