Advertisment

ফোন জমা রাখা নিয়ম, তবু সেলফি উঠল কী করে! গায়ক এসপির পোস্ট ভাইরাল

SPB: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে ফিল্ম জগতের প্রতিনিধিদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তারকারা সেলফি নিলেন কী করে সেই প্রশ্ন তুলেছেন বিখ্যাত গায়ক এসপি বালাসুব্রহ্মণ্যম।

author-image
IE Bangla Web Desk
New Update
Singer SP Balasubrahmanyam's post on Bollywood celeb selfies with Narendra Modi goes viral

বাঁদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে তারকাদের সেলফি কোলাজ ও এসপি-র ছবি তাঁর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

SPB FB post on Modi: গত মাসে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন দেশের ফিল্ম জগতের প্রতিনিধিরা। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা শাহরুখ খান, আমির খান-সহ বলিউড তারকাদের সেলফিগুলি ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার সময়েই নিরাপত্তারক্ষীদের হাতে ফোন জমা দিতে হয়। তবে কী করে তারকারা সেলফি তুললেন, সেই প্রশ্নই করেছেন দক্ষিণের বিখ্যাত গায়ক ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার এসপি বালাসুব্রহ্মণ্যম। এই বিষয়ে তাঁর সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে বলা যায়।

Advertisment

ফিল্ম জগতের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার ওই অনুষ্ঠানটি নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন চিরঞ্জিবীর পুত্রবধূ, প্রযোজক উপাসনা কোনিডেলা। তিনি তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন যে দেশের ফিল্ম জগতের আইকনরা কি শুধু বলিউডে সীমাবদ্ধ? প্রধানমন্ত্রীর বাসভবনে কেন আমন্ত্রিত হলেন না দক্ষিণের কোনও সুপারস্টার? এখন আবার ওই অনুষ্ঠান নিয়েই প্রশ্ন তুললেন এসপি বালাসুব্রহ্মণ্যম।

Singer SP Balasubrahmanyam's post এসপি বালাসুব্রহ্মণ্যমের পোস্ট।

আরও পড়ুন: দক্ষিণী ছবির জগৎ কেন বঞ্চিত? প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে প্রশ্ন চিরঞ্জীবীর পুত্রবধূর

তিনি ওই পোস্টের প্রথমেই ধন্যবাদ জানান রামোজি রাও-কে, প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তার পরেই এসপি লেখেন যে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার মুখেই নিরাপত্তারক্ষীরা তাঁর ফোনটি জমা রাখে। শুধু তাঁর নয়, অন্যান্য অতিথিদের ফোনও জমা রাখা হয়। তবে তারকারা কী করে সেলফি তুললেন?

Netizens' reaction on singer SP Balasubrahmanyam's post এসপি-র পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া।

এসপি-র এই পোস্টটি ঘিরে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ ভারতীয়। অনেকেই বলেছেন যে এখানে বলিউডকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দক্ষিণের তারকাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়নি। কেউ কেউ মন্তব্য করেছেন যে সম্ভবত এই বিষয়টি প্রধানমন্ত্রী জানেনই না, পুরোটাই নিরাপত্তারক্ষীদের সিদ্ধান্ত। সেক্ষেত্রে তাঁদের এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করা উচিত।

Netizens' reaction on singer SP Balasubrahmanyam's post এসপি-র পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া।

আরও পড়ুন: কেবিসি-র প্রশ্নে রাহুল গান্ধী! সোশাল মিডিয়া সরগরম

আবার অনেকে মন্তব্য করেছেন যে ওই অনুষ্ঠানের পরেই মহারাষ্ট্রে নির্বাচন ছিল। সেই কারণেই প্রধানমন্ত্রী বলিউড তারকাদের সঙ্গে সেলফি তুলেছেন। আবার যখন দক্ষিণে নির্বাচন হবে তখন প্রধানমন্ত্রী দক্ষিণী তারকাদের সঙ্গে সেলফি তুলবেন। এই আলোচনার মধ্যে আর কোনও মন্তব্য করেননি তারকা গায়ক। তবে তাঁর এই পোস্ট নিঃসন্দেহে সোশাল মিডিয়ায় একটি নতুন বিতর্ককে উসকে দিয়েছে-- বলিউড ও দক্ষিণী ছবির জগতের মধ্যে বৈষম্য।

narendra modi PM Narendra Modi
Advertisment