Singer vandalised car: বিদেশের মাটিতে চরম পরিণতি গায়িকার, গাড়ি ভাঙচুর-বহুমূল্যের জিনিস চুরি! দেখুন সেই ভয়ংকর ভিডিও

Sunanda Sharma Attacked By thieves: পঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী সুনন্দা শর্মার সঙ্গে ঘটে গেল এক মারাত্মক ঘটনা। লন্ডনের গাড়ি পার্কিং জোনে তাঁর গাড়ি ভাঙচুর করে বহু মূল্যের জিনিস নিয়ে পালিয়ে যায় চোর।

Sunanda Sharma Attacked By thieves: পঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী সুনন্দা শর্মার সঙ্গে ঘটে গেল এক মারাত্মক ঘটনা। লন্ডনের গাড়ি পার্কিং জোনে তাঁর গাড়ি ভাঙচুর করে বহু মূল্যের জিনিস নিয়ে পালিয়ে যায় চোর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিদেশে চরম পরিণতি গায়িকার

বিদেশে চরম পরিণতি গায়িকার

Sunanda Sharma: শুধু সাধারণ মানুষই নয়, রুপোলি দুনিয়ার তারকারাও নানান অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন। পেজ ৩-এর খবরে থাকে সেই নজির। আরও একবার সেই একই ঘটনার পুরনাবৃতি। এবার পঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী সুনন্দা শর্মার সঙ্গে ঘটে গেল এক মারাত্মক ঘটনা। লন্ডনের গাড়ি পার্কিং জোনে তাঁর গাড়ি ভাঙচুর করে বহু মূল্যের জিনিস নিয়ে পালিয়ে যায় চোর। ওই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সুনন্দা। একইসঙ্গে পছন্দের দুটি ব্যাগ আর জিনিসপত্র লুট হওয়ায় মর্মাহত। ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন গাড়িটি কী ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সঙ্গে এটাও দেখিয়েছেন গাড়ির উপর কী ভাবে অত্যাচার করা হয়েছে।  

Advertisment

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে বলছেন, 'এখন আমি লন্ডনে। এই মুহূর্তে আমার গাড়ির এই সাংঘাতিক পরিণতি। গাড়ির কাঁচ ভেঙে চুরমার। আমার পছন্দের দুটো LV ব্যাগই ওরা নিয়ে নিয়েছে। আমার কষ্ট করে উপার্জনের টাকায় কেনা টাকায় ব্যাগ দুটি কিনেছিলাম। ওই ব্যাগের সঙ্গে আমার অন্য অনেক জিনিসও চলে গেল। আমি যেদিকেই তাকাচ্ছি সেখানেই তো চোরের উপদ্রব। এখানে সত্যিই এইরকম পরিস্থিতি? সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি সব হারিয়েছি। হয়ত আরও খারাপ কিছু হতে পারত, তার থেকে রক্ষা পেয়ে আপাতত সুরক্ষিত আছি।' এত কিছুর পরও ভিডিওর শেষে হাসি মুখে সকলকে বিদায় জানিয়েছেন। 

Advertisment

প্রসঙ্গত, এইরকম পরিস্থিতির মুখোমুখি প্রথমবার হয়েছেন এমনটা নয়। চলতি বছরের গোড়াতে মিউডিক প্রোডিউসর পিঙ্কি ধালিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। অভিযোগ, পিঙ্কি নাকি সুনন্দার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। পরে অবশ্য পঞ্জাব পুলিশ তাঁকে গ্রেফতার করে। Billi Akh গান দিয়ে সংগীতের দুনিয়ায় হাতেখড়ি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন। সুনন্দা অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে Sajjan Singh Rangroot। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ ও যোগরাজ সিং। তবে সংগীতশিল্পী হিসেবে Tere Naal Nachna, Jaani Tera Naa, Jatt Yamla, and Chorri Chorri-র মতো গানগুলো সুপারহিট। 

আরও পড়ুন বেতন নিয়ে গাড়িচালকের সঙ্গে বচসার জেরে এলোপাথারি কোপ, হাড়হিম করা ঘটনা বলিউড পরিচালকের বাড়িতে

Entertainment News Entertainment News Today