Advertisment
Presenting Partner
Desktop GIF

Usha Utthup: দুপুর গড়াতেই বজ্রপাত ঊষা উত্থুপের সংসারে, প্রাণের মানুষকে হারালেন পদ্মভূষণ গায়িকা

Singer Usha Utthup Husband: সকাল থেকে সব ঠিক ছিল। গায়িকা গানের রেকর্ডিংয়ের জন্যও গিয়েছিলেন। কিন্তু এভাবে যে দুঃসংবাদ নেমে আসবে তাঁর জীবনে যেন ভাবেননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Usha Utthup Husband death

স্বামীকে হারালেন পদ্মভূষণ গায়িকা উষা উত্থুপ।

Usha Utthup Husband death: কলকাতায় ফের এক দুঃসংবাদ! প্রয়াত ঊষা উত্থুপের কাছের মানুষ। হঠাৎ করেই যেন সবকিছু শেষ হয়ে গেল গায়িকার জীবনে। 

Advertisment

কলকাতায় ছিলেন গায়িকা। সকালে রেকর্ডিং ছিল তাঁর। পদ্মভূষণ সম্মানে ভূষিতা গায়িকা হারালেন তাঁর স্বামীকে। ৭৮ বছর বয়সে প্রয়াত ঊষার স্বামী জানি চাকো উত্থুপ। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, সকালে ঊষা রেকর্ডিংয়ে এসেছিলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন স্বামীর প্রসঙ্গে। 

বালিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি ছিলেন গায়িকার প্রাণের কাছের মানুষ। স্টুডিওতে থাকাকালীন তিনি জানতে পারেন স্বামীর অসুস্থতা প্রসঙ্গে। সকাল বেলা একদম স্বাভাবিক ছিলেন। শরীর খারাপ হওয়াতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। 

কলকাতায় জানি চাকোর সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। এই শহরেই তিনি ভালবাসতে শুরু করেছিলেন। কিন্তু জানি তাঁর প্রথম স্বামী নন। এর আগেও, রামুকে বিয়ে করেছিলেন ঊষা। যে শহরে ভালবাসতে শুরু করেছিলেন, সেই শহরেই হাত ছাড়লেন তাঁর কাছের মানুষ।

জানা যাচ্ছে, আগামীকাল কেওড়াতলা মহাশ্মশানে জানি চাকোর শেষকৃত্য সম্পন্ন হবে।

Usha Uthup bollywood Entertainment News
Advertisment